*কাল ব লতিফা পাক সাফ হলে আধ্যাত্মিক দৃষ্টিশক্তি খুলে যায়
এ লতিফায় হাজ্রত আদম আঃ এর কদম মুবারক থেকে তাউবাহ ফায়েজ অর্জিত হবে
তাউবাহ ফায়েজ অর্জিত হলে সকল গুনাহ মাফ হবে, গুপ্ত গুনাহ গুপ্ত ভাবেই মাফ হবে
এর থেকে সুন্দর পাবার আর কি আছে
*রুহ লতিফা পরিছন্ন হলে খুলুছিয়াত অর্জিত হবে
খুলুছিয়াত ছাড়া সকল ইবাদত ই তো মাটি
ইব্রাহিম আ: ও নুহ আঃ এর গুণ অর্জিত হবে
তুমি খালেছ ভাবে আল্লাহ পথে অগ্রসর হবে
কোন বাধা তাকে ফেরাতে পারবে না
*ছির লতিফা জিকিরে পাক সাফ করলে আসবে জোহদের ফায়েজ
দুনিয়ার খাহেসাত উঠে িয়ে সকল নিষিদ্ধ বস্তু থেকে চিরতরে পরহেজ
জাহেদ বান্দাহ আল্লহর মুহব্বতে ফানা হয়ে সংসারে থেকেও সন্সারহীন
এক জবর আধ্যাত্মিকখেলা চলে!
*খফি লতিফা পাক্সাফ হলে আসে অরার ফায়েজ
সে হয় আলাদা দরোজার পহেজগার
মাক্রুহ মুবাহ এমন কি হালাল জিনিসে সন্দেহ থাক্লেও তা সে পরিহার করে
*আখফা লতিফা পাকসাফ হলে আসে শোকরের ফায়েজ
আল্লাহ শাকের বান্দাহ হওয়া এক বিশাল অরজন
সকল নিয়ামত ও এহসানের জন্য বিনয়াবনত হওয়া
হুজুর পাক সঃ র এক বিশেষ গুন যা বান্দার অর্জন হবে
*নফস লতিফা পাকপবিত্র হলে আসবে তাওয়াককুলের ফায়েজ
আম্মারা হালে নফস চরম বদমাশ থাকে
জিকির করতে করতে তা লাওয়ামা হয়ে যায়
এ অবস্থায়ও সে মাঝে মাঝে কবিরা গুনাহ করে ফেলে নিজেকে ধিক্কার দেয়
এটি আল্লাহর কাছে পছন্দনীয় তাই আল্লাহ তাকে ক্ষমা করবেন
নফসের চরম সংশোধন কে বলে মুত্মাআইন্না হাল
এটাই প্রশান্ত আত্তা
*আব লতিফা পাকসাফ হলে কানায়াতের গুন
কানায়াত মানে অল্পে তুষ্ট হওয়া
আল্লাহ যা দিয়েছে তা নিয়ে তুষ্ট থাকা
*আতশ লতিফা ঠিক বা পরিশকার বা পাক পবিত্র করলে আসবে তাছলিমের গুণ
সকল মুছিবত সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া
রিয়া, অহংকার, ধনের গৌরব, ফখর, বংশ গৌরব এ সবই উঠে যাবে
আত্মসমর্পণের শক্তি আসবে
*খাক লতিফায় আসে রিজার গুণ
রিজা মানে রাজী থাকা
কোন অবস্থাতে না রাজি নেই যেনও মাটির মানুষ
*খলা লতিফায় পরিছন্নতা আসলে তাওয়াজ্জুর গুন আসবে
এ গুণ আপনার মধ্যে এনে দিবে নম্রতা, ভদ্রতা, আর শালীনতা
আধুনিক যুগে এ গুন টার খুব প্রয়োজন।
Benefits of Latifa Paksaf are amazingly expressed here. If the gain of Taubah is obtained, then all the sins will be forgiven. Forgiveness is nice spiritual value. Cleaning time and mind are important. In a pure mind spiritual sight opens. True wisdom takes us towards Allah. Obstacles do not become problem at all. We get Allah's grace always. This poem is excellent...10
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
লতিফা পাকসাফের উপকারিতা এখানে বিস্ময়করভাবে প্রকাশ করা হয়েছে। যদি Taubah লাভ লাভ হয়, তাহলে সমস্ত পাপ ক্ষমা করা হবে। ক্ষমা চমৎকার আধ্যাত্মিক মান। সময় এবং মন পরিষ্কার গুরুত্বপূর্ণ। একটি বিশুদ্ধ মন আধ্যাত্মিক দৃষ্টিতে প্রর্দশিত। সত্য জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায়। অবরুদ্ধ সমস্ত সমস্যা হয় না। আমরা সর্বদা আল্লাহ এর করুণা পাবেন। এই কবিতা চমৎকার।..10
so much thanks for great of heart like you