নিয়াজ নজরানা/ Gift Poem by Rhymer Rhymer

নিয়াজ নজরানা/ Gift

দ্বীনে দান সর্ব শ্রেষ্ঠ দান
তাঁর হাতে যিনি শ্রেষ্ঠ হাদি

আবু আইয়ুব আঞ্ছারি রহঃ এর বাড়ীর আঙ্গিনা
ধনাঢ্য বেক্তিদের সাথে বসে আছেন হুজুর সঃ
মাটিতেই বসেছেন আবু আইয়ুব আঞ্ছারি রাঃ এর সম্মানে
আন্সারির পড়নের কাপড় এত সংকীর্ণ ছিলও যে উঠে দাঁড়ানোর অবস্থা ছিল না
হুজুর সঃ এ অবস্থাতেই বিভিন্ন দান দক্ষিণা আর নজরানা গ্রহণ করলেন
এতে জমা হল ১১৭ টির মতো উ্ট
হুজুর সঃ দয়ার নবি
তিনি সমস্ত নজরানা আর নাজনিয়াজ আবু আইয়ুব আন্সারিকে দান করলেন
ফলে আবু আইয়ুব আন্সারি অগাধ ধনের মালিক হলেন
তিনি দান গ্রহনে আবার সতর্কতা অবলম্বন করলেন
তিনি দুই মোনাফেকের দান গ্রহণ করলেন না
একজন আব্দুল্লাহ বিন উবাইদা
অপরজন আস বিন মুগিরা
খাঁটি হাদির/ পীরের নজর বড় পীর হুজুর সঃ যেমন তেমন হয়
নিয়াজ নজরানা বিলিয়ে দেয়ার জন্য
দ্বীনের শিক্ষা হচ্ছে নিজে খেঁটে খাও
নিজের আয়ের জন্য নিজ হাতে শ্রম

Thursday, November 1, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success