হিসাব মাথায় না দিলের কারবার /Hisab Mathay Na Dile? Poem by Rhymer Rhymer

হিসাব মাথায় না দিলের কারবার /Hisab Mathay Na Dile?

আলো আছে তাই লাগে অন্ধকার
অন্ধকার আছে বলেই আলোর এতো মূল্য
দিন আর রাত মিলে একদিন
সব বুঝার জন্য
যিনি সৃজন করেছেন
তিনি আমার মতো কম বুঝেন্বালা নন
আসলে এ জগত টা পাঁচ আঙ্গুলের মতো
একজন ছাড়া অন্যজন অচল
বাবা কঠোর ছিলেন বলেই মা এত নরম ছিল
বাবা র হিসাব মাথা দিয়ে
মা র হিসাব দিল দিয়ে

Friday, October 19, 2018
Topic(s) of this poem: discrimination
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success