হুজুরি কালবটা আবার কি... Hujuri Qalb, Brother What Is This... Poem by Rhymer Rhymer

হুজুরি কালবটা আবার কি... Hujuri Qalb, Brother What Is This...

একাগ্র চিত্তের দিল
সংযম আর পবিত্রতা
এর দুটো মোক্ষম অস্ত্র
তারপর আসে ফানার ধাপ
আত্মিক বিনাশে মানুষ দেবতা কাছা কাছি হয়ে যায়

তখনই তাকে বলা হয়ঃ
"আরও কাছাকাছি কাছে এসো"
ফানা অর্জন আল্লাহর এস্কে
এই জজবায় তুমি/আমি নেই
তখন আর বেথায় বেথায় মন ভরে না
নিজেকে খুঁজে পায় না
মালিক ছাড়া কাওকে দেখে না
যেখানেই দেখি, শুধু তুমি তুমি
যেখানেই চাই আমি শুধু তুমি তুমি

এর মাধ্যম মোরশেদ
মোরশেদ পথ দেখিয়ে দাও
আমি যে পথ চিনিনা গো
কান্দে কইরা নাও
অ মোরশেদ পথ দেখিয়ে দাও

জেগে ঘুমালে কাজ হবে কি
সবি তো বুঝি কিন্তু...।
শয়তান বলে যাস নে
আর বাকিদের বাঁধা দে
আমি তাই করি
কারন আমার দোস্ত শয়তান
আমি নফসের পুজারি গো

গোমরাহির পথ থেকে মুক্তি না হলে
হুজুরি ক্কাল্ব হবে কেম্নে

ক্কাদ আফ্লাহা মান জাক্কাহা
সেইত সফল যে নিজেকে
পবিত্র করতে পেড়েছে
এই পবিত্র আত্তায় বা অন্তরে
আল্লাহ এক নুর নিক্ষেপ করেন
জাকে বলে শরহে সদর

এর ফলে তার পবিত্র আত্তা আলোকিত হয়ে যায়
সেই ত ঘরে বসেই সিরিয়ার যুদ্ধ দেখতে পায়
বলে অন্তর চোখ খুলে যায়
অন্তরে এ আলো জলে উঠে
আর আত্তিক জ্ঞানে জ্ঞানী হয়ে উঠে
এটাই এল্মে হুজুরি

আর পড়াশোনা করে যা অরজন করো
তাকে বলে এল্মে হুশ্রি বা জবানী এলেম
কাজেই এল্মে হুজুরি আর এল্মে হুশ্রি
হুশ্রির তুলনায় হুজুরি
মোমবাতি আর সূর্য
সূর্য ছাড়া মোমের কোন দাম নাই।

Monday, April 16, 2018
Topic(s) of this poem: mystical
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success