আর ভালোবাসবো না তোমায় (I Won't Love You Again) Poem by Arun Maji

আর ভালোবাসবো না তোমায় (I Won't Love You Again)

অনেক বেসেছি আগে
আর ভালোবাসবো না তোমায়।

ভালোবাসার অনেক জ্বালা গো
ভালোবাসার অনেক জ্বালা।
বুকের কষ্টে
ধূসর পাহাড় গড়েছি কেবল।
চোখের জলে
নীল সাগর এঁকেছি কেবল।
ছেঁড়া হৃৎপিণ্ড নিয়ে
মৃত স্বপ্নের জয়গান গেয়েছি কেবল।

মৃত স্বপ্ন কি জেগেছে?
জাগে নি।
কেন ভালোবাসবো গো সখী
কেন তবে ভালোবাসবো তোমায়?

তবে হ্যাঁ। মাঝে মাঝে
একটু মনে করবো তোমায়।
কখনো আনমনে
চকিতে মনে করবো তোমায়।
কখনো
তোমার নখের আঁচড়ে আঁকা
নীল নীল দুঃখগুলো খুঁড়ে খুঁড়ে
আরও একটু বেশি দুঃখ পাওয়ার জন্য
বারবার মনে করবো তোমায়।

তবুও
আর ভালো বাসবো না তোমায়।
অনেক বেসেছি আগে
আর ভালোবাসবো না তোমায়।

© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz

আর ভালোবাসবো না তোমায় (I Won't Love You Again)
Friday, March 30, 2018
Topic(s) of this poem: bangla,bangladesh,broken,broken heart,hurt,hurting,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success