পৃথিবী বদলাতে হলে (If You Want To Change This World) Poem by Arun Maji

পৃথিবী বদলাতে হলে (If You Want To Change This World)

মালবিকা বারবার তিরস্কার করে আমায়-
'ভালো হতে পারো না?
নিজেকে একটু বদলাতে পারো না? '

অথচ মালবিকা জানে না-
সে ছুঁয়ে দিলে, আমি তখুনি বদলে যাবো।
ঠোঁটে ঠোঁট সে ছুঁইয়ে দিলে
পাপী থেকে আমি, বাল্মীকি হয়ে যাবো।

বদলাতে চাই
আমরা পৃথিবীর সব কিছু বদলাতে চাই।
স্বামী- স্ত্রীকে বদলাতে চায়
পিতা- সন্তানকে বদলাতে চায়।
দেশের মানুষ-
রাজনীতি বদলাতে চায়, নেতা বদলাতে চায়
সরকার বদলাতে চায়, পৃথিবীর প্রতিটা কণা বদলাতে চায়।
অথচ কেউই কখনো
নিজেকে বদলাতে চায় না। কেউ না।

সকলেই সকলকে বদলাতে চায়
কিন্তু কেউই নিজেকে বদলাতে চায় না।
ফলে হতভাগ্য রক্তাক্ত এই পৃথিবীর
কোনদিন, কিছুই বদল হয় না।

অথচ একটা ছোট্ট ফুল-
পৃথিবীকে সুন্দর গন্ধময় করবে বলে
নিজেই আগে, সুন্দর গন্ধময় হয় সে।
একটা ছোট্ট নদী
পৃথিবীতে হাসি কলরব আনবে বলে
নিজেই আগে, উচ্ছ্বাসী কল্লোল হয় সে।
একটা নক্ষত্র
পৃথিবীকে আলোয় আলোকিত করবে বলে
নিজেই আগে, প্রজ্বলিত প্রদীপ হয় সে।

ফুল ফল নদী পাখি যা পারে
জীব শ্রেষ্ঠ মানুষ তা পারে না।
সকল মানুষই প্রাণপণে ভালোবাসা ভিক্ষা করে
অথচ কেউই একটু ভালোবাসা দিতে পারে না!

দেখো হে মানুষ, দেখো
ভালো করে নিজেকে আগে দেখো।
ভালোবাসা পেতে চাও?
ভালোবাসো আগে।
পৃথিবী বদলাতে চাও?
নিজেকে বদলাও আগে।


© অরুণ মাজী

পৃথিবী বদলাতে হলে (If You Want To Change This World)
Monday, June 5, 2017
Topic(s) of this poem: bangla,change,peace,poem,poverty,renewed hope,war,world
COMMENTS OF THE POEM
Lekha dey 07 July 2018

Khub sundar

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success