তুমি আমার মধ্যে দেখতে পাবে বছরের সেই সময়কে, (In Bengali) / That Time Of Year Thought Mayst In Me Behold Poem by Dipankar Sadhukhan

তুমি আমার মধ্যে দেখতে পাবে বছরের সেই সময়কে, (In Bengali) / That Time Of Year Thought Mayst In Me Behold

তুমি আমার মধ্যে দেখতে পাবে বছরের সেই সময়কে,
যখন হলুদ পত্র, বা পত্র শূন্যতা, বা গুটি কয়েক পত্র
গাছের ডালপালায় ঝুলে থাকে যেগুলো শীতে কাঁপতে থাকে,
তুমি দেখবে ধ্বংসপ্রাপ্ত গির্জাকে যেখানে পাখিরা গান গাইত।

তুমি আমার মধ্যে দেখতে পাবে গোধূলিকে
যখন পশ্চিম দিকে সূর্য অস্ত যায়,
তখন ক্রমে ক্রমে কৃষ্ণ রাত্রি গ্রাস করে দিনটিকে,
সকলের জন্য বিশ্রাম আনে মৃত্যুর ভাই।

আমার মধ্যে দেখতে পাবে শিখাহীন আগুনকে
যা যৌবনে ভস্মের উপর শুয়ে আছে
যেমন ভাবে একজন মৃত্যু সজ্জায় শুয়ে থাকে,
একদিন যে পোষণ করেছে ভক্ষণও করবে সে।

এটা বুঝতে পেরে তোমার প্রেম আরো শক্তিশালী হবে,
যাকে শীঘ্র বিদায় দিতে হরে তাকে আরো ভালবাসবে।


Translated by Dipankar Sadhukhan
(Translated in Bengali, the language of Tagore) ,
Kolkata, India,
Copyrights@October02,2016.

Mobile No: +919332428425
E-mail ID: dipankarsadhukhan08@gmail.com

Sunday, October 2, 2016
Topic(s) of this poem: love,time,beauty
COMMENTS OF THE POEM
Close
Error Success