জীবনের ক্ষত ও নিরাময় (Jiboner Khoto O Niramoy) Poem by Arun Maji

জীবনের ক্ষত ও নিরাময় (Jiboner Khoto O Niramoy)

Rating: 5.0

জীবনে যন্ত্রণা তুমি পাবেই।
খারাপ কাজ করলেও যন্ত্রণা পাবে।
আবার কখনো কখনো
ভালো কাজ করলেও যন্ত্রণা পাবে।

প্রতিদিন প্রতিমুহূর্তে,
শত শত যন্ত্রণায় ক্ষত বিক্ষত তুমি।
উইপোকার মতো
তারা তোমাকে
নিঃশব্দে নিঃস্ব করে ফেলছে।
অথচ
জীবনের কোলাহলে এতটাই মগ্ন তুমি,
নিঃশব্দ সেই ধ্বংস
তুমি টেরও পাও না।

যেদিন তুমি টের পাও,
ততদিনে অনেক দেরী হয়ে গেছে।
সেদিন তুমি অল্পতেই ক্লান্ত হয়ে যাও,
অল্পতেই মেজাজ হারিয়ে ফেলো,
অল্পতেই হাল ছেড়ে দাও।

তখন তুমি
ক্লান্ত অবসাদগ্রস্ত এক পথিক।

মানুষের জীবনে
নিত্য ঘটে যাওয়া
নিঃশব্দ এই ধ্বংসের প্রতিকার কি?

নেশা।
মানুষের আত্মার নেশা।
মানুষের আত্মা
কবিতা পিপাসু, সংগীত পিপাসু
নদীর প্রবাহ পিপাসু
চাঁদের হাসি পিপাসু।

মানুষের
জীবিকা আর সংসার
মানুষকে বারবার আঘাত করে।
কিন্তু
আত্মার নেশাই একমাত্র জিনিস
যা মানুষের বুকের ক্ষতে
আরোগ্য আনে।

© অরুণ মাজী
Schlesinger_Henri_Guillamune bb

জীবনের ক্ষত ও নিরাময় (Jiboner Khoto O Niramoy)
Tuesday, November 7, 2017
Topic(s) of this poem: bangla,healing,pain,suffering
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success