যন্ত্রণা মুক্তি কোন পথে? (Jontrona Mukti Kon Pothe?) Poem by Arun Maji

যন্ত্রণা মুক্তি কোন পথে? (Jontrona Mukti Kon Pothe?)

Rating: 5.0

দুঃখের অমাবস্যায় যাকে খুঁজে পেয়েছো
সে তোমার শ্রেষ্ঠ বন্ধু।
যন্ত্রণার আগুনে যে জ্ঞান তুমি কুড়িয়েছো
সে জ্ঞান শ্ৰেষ্ঠ জ্ঞান।
ঘাম আর রক্তের বিনিময়ে যা তুমি পেয়েছো
তা অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী।

মোট কথা-
যেখানে আঁধার, সেখানেই আলো লুকিয়ে।
যেখানে যন্ত্রণা, সেখানেই নিরাময় লুকিয়ে।

দুর্গম পথে যাত্রা করো
স্বর্গোদ্যান সেখানে লুকিয়ে।
মরুভূমিতে যাত্রা করো
হীরে-জহরত সেখানে লুকিয়ে।

সুখে আছো এখন?
দুঃখ বেশি দূরে নেই।
দুঃখে আছো এখন?
সুখ বেশি দূরে নেই।

সুখ আনন্দ তবে কোন পথে?
প্রশান্তির পথে।
যে প্রশান্ত
একমাত্র সেই পারে-
ঝড় বৃষ্টির দিনে
খিঁচুড়ি বেগুনভাজা সহ হুল্লোড় করতে।
আর আলো ঝলমল দিনে
আকাশে ঘুড়ি উড়িয়ে তামাশা করতে।
দুঃখ অথবা যন্ত্রণা
দুই-ই তাদের কাছে সমান প্রিয়।

জীবন যাত্রাপথে
তমসাচ্ছন্ন ঝড় বৃষ্টির দিনে
আনন্দ করার ক্ষমতাই হলো
মহাজ্ঞান লাভ। মোক্ষ।

দুঃখ অথবা যন্ত্রণা-
স্থিতধী প্রশান্ত থাকো।
মেঘ সরে গিয়ে
একসময় নির্মল আকাশ আসে।
দুঃখে সরে গিয়ে
একদিন পরমানন্দ হাসে।

© অরুণ মাজী
Painting: Bryce Liston Cameron

যন্ত্রণা মুক্তি কোন পথে? (Jontrona Mukti Kon Pothe?)
Friday, October 27, 2017
Topic(s) of this poem: pain,suffering,bangla
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success