কেবল অভিমানে বেঁচে আছি (Kebol Obhimane Benche Achhi) Poem by Arun Maji

কেবল অভিমানে বেঁচে আছি (Kebol Obhimane Benche Achhi)

Rating: 5.0

বাঁচতে তো চাই না
কেবল অভিমানে বেঁচে আছি।
কত বড় আকাশ ছুঁতে পারো তুমি
তা দেখবো বলে
কেবল অভিমানে বেঁচে আছি।

ভেবেছো
আমাকে ছাড়াই আকাশ ছুঁবে তুমি।
ছুঁয়ে দেখাও, হে মালবিকা ছুঁয়ে দেখাও-
কত বড় আকাশ ছুঁতে পারো তুমি
এখনই ছুঁয়ে দেখাও।

হৃদয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
তবু বেঁচে আছি।
বুকে চৌচির পৃথিবীর অসহ্য বেদনা
তবু বেঁচে আছি।
কানে আগত মৃত্যুর রিনিঝিনি শব্দ
তবু বেঁচে আছি।
নাকে যুবতী নারীর অবজ্ঞার দুর্গন্ধ
তবু বেঁচে আছি।

আকাশ ছুঁবে?
আমাকে ছাড়াই আকাশ ছুঁবে
হে নগ্নতনুর কাজলনয়না?
আমার উন্মত্ত যৌবনের আলিঙ্গন বিনা
আকাশ ছুঁবে তুমি?

পুরুষের রোমশ বুক ছাড়া
কোন আকাশ ছুঁতে পারে নারী
তা দেখবো বলে
কেবল অভিমানে বেঁচে আছি।

দেখবো, আমিও দেখবো-
কত বড় আকাশ ছুঁতে পারো তুমি!
আমার নগ্ন বুকের উষ্ণ আকাশ ছাড়া
কোন আকাশ ছুঁতে পারো তুমি
তা দেখবো বলে
কেবল অভিমানে বেঁচে আছি।

© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko

কেবল অভিমানে বেঁচে আছি (Kebol Obhimane Benche Achhi)
Saturday, December 16, 2017
Topic(s) of this poem: bangla,hurt,love,pain,passion,separation
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success