কেই বা কাছের কেই বা দূরের (Kei Ba Kachher Kei Ba Durer) Poem by Arun Maji

কেই বা কাছের কেই বা দূরের (Kei Ba Kachher Kei Ba Durer)

Rating: 5.0

কাছের যারা দূরে গেলো তারা
সুদূর এলো ঘরে।
বলেছিলো যারা ভালোবাসে তারা
ভুলে গেলো চিরতরে।

ভাবিনি যাদের পেয়েছি তাদের
নীরব নিঃশর্ত ভালোবাসা।
দিইনি যাদের পেয়েছি তাদের
প্রেরণা পরশ পিপাসা।

ভুলেছে মালবিকা কতকাল যেন
পেন্তী রাখে নি মনে।
বেনামে কে যেন লিখছে আমায়
ভালোবাসে কত যতনে।

কেই বা কাছের কেই বা দূরের
কেই বা তা জানে?
সুদূরও হাসছে আকাশও আসছে-
হৃদয় গৃহ কোণে।

প্রণম্য তারা ভালোবাসে যারা
নীরব নিরালা নিঃশর্তে।
তাদেরই লাগিয়া সুন্দর জাগিয়া
তারাই ঈশ্বর এ মর্ত্যে।

ওগো প্রণম্য দাও গোচরণ
প্রণমি, প্রণমি তোমারে আজি।
জানি গো জানি অকৃতজ্ঞ আমি
তব স্পর্শে আজি কৃতজ্ঞ সাজি।

© অরুণ মাজী

কেই বা কাছের কেই বা দূরের (Kei Ba Kachher Kei Ba Durer)
Friday, January 19, 2018
Topic(s) of this poem: friend,gratitude,kindness,love
COMMENTS OF THE POEM
Debendra Majhi 20 January 2018

aapnar kobita kichhu kichhu parichito lagchhe ..khub bhalo.

0 0 Reply
Parijat Mala 19 January 2018

Majhe majhe khub ichhe hoy -apnar lekha Ekta kobita nirjane apnakeo paath kore shonai... sorry ..

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success