কেনও শান্তি নেই/ Keno Shanti Nei Poem by Rhymer Rhymer

কেনও শান্তি নেই/ Keno Shanti Nei

ভাত নেই কাপড় নেই
কাজ কাম নেই
সব ই আছে কম বেশী
কিন্তু ধরয নেই
আসলে মনে শান্তি নেই।
এ শান্তির নেই কোন সংজ্ঞা
এ শান্তির নেই কোন স্বরূপ পরিধি বা ব্যাখ্যা
এটা উপলব্দি
এর বসবাস মন অন্তর বা হৃদয়ে
একটা স্থির জলাশয়ের মতো দিলটা
তাতে ঢেও তুলে আগুন পানি মাটি আর বাতসের শক্তি
তারা বিভিন্ন কামনা বাসনায় মনকে জড়িয়ে রাখে
তাদের দাপাদাপিতে সচ্ছ জলাশয়টি শেওলায় আবদ্ধ হয়ে যায়
শ্যাওলার বদ্ধতা আর বিভিন্ন দাপাদাপিতে অশান্তির ঢেও উঠে
এই ঢেও কখনো নদির মত সাগর বা মহা সাগরের মত হয়ে যায়
ভিন্ন ভিন্ন মাত্রায়
একেক পাত্রে একেক অবস্থা
শান্তি কিন্তু পাত্র ভেদে
শান্তির উপলব্দিতা ভারসাম্মের
ভিতর আর বাইরের সমতা না হলে অস্থিরতা
অস্থিরতায় অশান্ত আমার জলাশয় রুপি শান্ত সচ্ছ নীল পানির আধারটা!

Thursday, September 20, 2018
Topic(s) of this poem: peace
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success