খোকাকে চিঠি (Khokake Chithi) Poem by Arun Maji

খোকাকে চিঠি (Khokake Chithi)

Rating: 5.0

আজ বসন্ত নেই- তবুও যেন কোকিলের সুর;
তুই যে আজ- পৃথিবীর প্রথম আলো দেখলি, বাবা!
তোর ছোট্ট ছোট্ট পায়ে বজ্রের দম্ভ
মৃদু মৃদু কান্নায় সঙ্গীতের প্রতিশ্রুতি
দুষ্টু দুষ্টু হাসিতে ফুলের সৌরভ।

কুঁড়িতে আশা আছে; আশাতে ভালোবাসা আছে
ভালোবাসাতে শান্তি আছে; শান্তিতে মুক্তি আছে।
স্বপ্ন দেখতে ইচ্ছে করে; তোর চোখে আবার স্বপ্ন দেখতে ইচ্ছে করে।
আরও বেশী বাঁচতে ইচ্ছে করে; তোর বুকে ভর দিয়ে বাঁচতে ইচ্ছে করে।

যা আমি পারিনি; আমার পূর্বপুরুষ পারে নি
তোর চোখে- তারও স্বপ্ন দেখতে ইচ্ছে করে।
স্বপ্নের হস্তান্তর-ই হয়তো- -
জীবনের প্রবাহ; জীবনের অন্তিম লক্ষ।
দাদুর স্বপ্ন- আমার বাবার রক্তে
আমার বাবার স্বপ্ন- আমার রক্তে
আমার স্বপ্ন- তোর রক্তে।
সেই আদমের যুগ থেকে-
আমরা বয়ে চলেছি- খামে বন্ধ করা কোন এক স্বপ্ন।

কি সেই স্বপ্ন? খামে বন্ধ কেন?
গন্ধ পাই; ছুঁতে পারি না
ছায়া ছায়া দেখি; বুঝতে পারি না।

সন্দিগ্ধ এ পৃথিবী; সন্দিগ্ধ এ জীবন
সন্দিগ্ধ এ মানব; সন্দিগ্ধ তার স্বপ্ন।
সব কিছু ছায়া ছায়া কেন?
তোকে অনেক কিছু বলতে চাই; বোঝাতে পারি না
শোনাতে চাই; কথা খুঁজে পাই না।

তাই- হৃদয়ের দ্বারটা তুই খোলা রাখিস
একটু আলো ঢুকতে দিস; হাওয়া ঢুকতে দিস
একটু কান্না ঢুকতে দিস; যন্ত্রণা ঢুকতে দিস
একটু আশা ঢুকতে দিস; ভালোবাসা ঢুকতে দিস।

কেউ কেউ বলবে-
পৃথিবীটা নিষ্ঠুর; বিশ্বাস করিস না
মানুষ নির্দয়; কানে দিস না
জীবনটা যন্ত্রণাময়; ভ্রুক্ষেপও করিস না।

পৃথিবীটা 'তুই' দিয়ে তৈরী-
তুই যা; পৃথিবীটা ঠিক তাই।
তুই পুষ্প হলে- পৃথিবীটা সুগন্ধ
তুই অমানিশা হলে- পৃথিবীটা অমাবস্যা।

বাড়তে থাকিস; একটু একটু করে বাড়তে থাকিস।
দৌড়তে থাকিস; দৌড়তে না পারলে হাঁটতে থাকিস
হাঁটতে না পারলে হামাগুড়ি দিস।
তবুও তুই চলতে থাকিস।

ব্যথা পেলে কেঁদে দে; ভয় পেলে বুকটা চাপড়ে নে
হাসি পেলে হেসে দে; আনন্দ হলে নেচে নে।
জীবনকে সহজ রাখিস; সরল রাখিস
স্বচ্ছ রাখিস; পবিত্র রাখিস।

ন্যাংটো এসেছিস তুই; ন্যাংটো যাবি
মাঝখানে শুধু- ফুল-লাটাই-আর কলম নিয়ে খেলা।
খেলাকে খেলা রাখিস; যুদ্ধ করবি না
জীবনকে জীবন রাখিস; আর্তনাদ করবি না
প্রবাহকে প্রবাহ রাখিস; কখনো বাধা হবি না।

কেউ কেউ বলবে-
তুই ক্ষুদ্র মানব; তোর শক্তি- ক্ষুদ্র।
বিশ্বাস করিস না; কখনো বিশ্বাস করিস না।
তোর স্বপ্ন যতো বড়; তুই ঠিক ততোটাই বড়।
তোর চেষ্টা যতো বড়; তোর ক্ষমতা ঠিক ততোটাই বড়।
তোর কল্পনা যতো বড়; তোর পৃথিবী ঠিক ততোটাই বড়।

কেউ কেউ বলবে-
পৃথিবীটা শত্রুময়; নির্দয়; নির্মম।
খোকা- বাইরে কেউ তোর শত্রু নয়।
তোর শত্রু- তোর লোভ ক্রোধ হিংসা আর অন্ধবিশ্বাস।
তোর শত্রু তুই; তোর মিত্র-ও তুই।

তোর নিজের বাইরে ঈশ্বর খুঁজিস না।
সোনা থেকে গয়না হয়
সোনা কারন; গয়না ফল।
সোনার গয়নাতে- সোনা আর গয়না এক সঙ্গে লুকিয়ে।
ঈশ্বর থেকে তোর সৃষ্টি
ঈশ্বর কারন; তুই ফল।
তোর মধ্যেও ঈশ্বর আর তুই এক সঙ্গে লুকিয়ে।
কারন আর ফল- কখনো আলাদা থাকে না, খোকা।

তোর নিজের বাইরে-
শান্তি খুঁজিস না; সুখ খুঁজিস না
সত্য খুঁজিস না; মিথ্যা খুঁজিস না
পাপ খুঁজিস না; পুণ্য খুঁজিস না।
তুই-ই স্বর্গ; তুই-ই নরক
তুই-ই আলো; তুই-ই আঁধার
তুই-ই সৃষ্টি; তুই-ই ধ্বংস।

সুখে থাকলে মরণকে স্মরণ কর
সে তোর গর্বের বিনাশ করবে।
দুঃখে থাকলেও মরণকে স্মরণ কর
সে তোর যন্ত্রণার লাঘব করবে।
মরণ তোর একমাত্র গুরু-
সুখে দুঃখে; শয়নে স্বপনে; জলে জঙ্গলে তাকে স্মরণ কর।

খোকা- একদিন আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো; তবুও মিলিয়ে যাবো না।
আমার এ শব্দের নৃত্য ভাসবে আকাশে
আমার হৃদের এ সঙ্গীত ভাসবে বাতাসে।
বিনাশ নাই; কোন কিছুরই বিনাশ নাই -
আছে শুধু- রূপান্তর আর দেহান্তর।

বিনাশে তাই কাঁদিস না; আর হারালে ভেঙে পড়িস না।
তোর হৃদয়ের সংযোগ যার মধ্যে; সে তোর থাকবেই।

আজ বসন্ত নেই- তবুও আমার হৃদয়ে কোকিলের সুর;
তুই যে আজ- পৃথিবীর প্রথম আলো দেখলি, বাবা!

© অরুণ মাজী Arun Maji

খোকাকে চিঠি (Khokake Chithi)
Friday, February 24, 2017
Topic(s) of this poem: father and son,father daughter,philosophy,father
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success