কি জানি কি ভাবছি আমি /Kizani Ki Vabchi Ami Poem by Rhymer Rhymer

কি জানি কি ভাবছি আমি /Kizani Ki Vabchi Ami

তার ভাবনার একটা কথা
আমাকে বলে দিলো।
বলল সে ভাবছে,
সূর্যটার এতো আলো
এতো তেজ আর শৌর্য বীর্য
সেও কিনা প্রতিদিন
পুব দিক থেকে উঠে
পশ্চিমে গিয়ে ডুবে যায়।
কেও মনে হয় স্বাধীন না
একেবারে স্বাধীনতা বলে কিছু নেই;
আর হয়তো থাকার কথাও নেই।
এই যে এই পৃথিবীর
নিজ বলে কিছু নেই;
খনি তোলার জন্য তাকে ছিন্ন ভিন্ন করা হয়,
তার দেহ থেকে টিউমারের মতো পাহাড় পর্বত গজায়,
পানি তোলার জন্য তার দেহ ছিদ্র করা হয়
আর নদীগুলো তার বুক চিরে বয়ে চলে;
সমুদ্রের ঢেওগুলো খাবলে খাবলে ছিঁড়ে ফেলে।
আমি বল্লাম, এসব কি বলছ; হায় হায়।



(pic from Our Bangladesh))

কি জানি কি ভাবছি আমি /Kizani Ki Vabchi Ami
Wednesday, May 9, 2018
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success