এসো।
কিন্তু খুব কাছে এসো না।
যেমন আসে, নদীর দুই পার।
জলরাশি রূপ ভালোবাসা দিয়ে
ভীষণই জোড়া তারা;
তবুও দূরে
অনেক দূরে তারা।
বসো।
কিন্তু মাখামাখি করো না।
যেমন বসে শিশির বিন্দু
দূর্বা বুক মাঝে।
যেন মিশেও মেশেনি তারা
ছুঁয়েও ছোঁয় নি তারা।
তা বলে তুমি ভেবো না
মাখামাখি আমি চাই না।
চাই। আলবৎ চাই।
হাজারবার চাই।
বরং একটু বেশি বেশিই চাই।
কিন্তু ভয় হয়.....
ছুঁতে গিয়ে
যদি ব্যথা দিয়ে ফেলি!
ধরতে গিয়ে
যদি দূরে ঠেলে ফেলি!
তার চেয়ে বরং
দূরে দূরেই ভালো।
তবে বেশি বেশি নয়
একটু আধটু দূরে।
তোমার তলপেটের নীচটা
বড় নিবিড়।
ভয় হয়
যদি মাখামাখি করে ফেলি!
তার চেয়ে বরং
তোমার নাভি ছুঁয়ে
কি যেন কি আঁকতে আঁকতে,
ঘুমিয়ে পড়াই ভালো।
এক দু রাত্তির নয়।
এই জীবন
আগামী কয়েকটা জীবনও।
© অরুণ মাজী
Painting: YO
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem