বসো, কিন্তু ঘেঁষে ঘেঁষে বসো না (Malobika) Poem by Arun Maji

বসো, কিন্তু ঘেঁষে ঘেঁষে বসো না (Malobika)

Rating: 4.0

বসো, কিন্তু ঘেঁষে ঘেঁষে বসো না।
ছুঁয়ে থাকো
কিন্তু বুকে ঢলে পড়ো না।
জানো না
বুকে, স্ফুলিঙ্গ তোমার?

যতটা কাছে থাকলে
বুক আমার পুড়ে না
ততটা কাছে থেকো।

তাবলে যেন ভেবো না
পুড়তে আমি চাই না।
চাই। আলবৎ চাই।
হাজারবার চাই।

কিন্তু কত ছাই হবো?
এক জন পুরুষ
এক জনমে
ক পৃথিবী ছাই হতে পারে?

© অরুণ মাজী

বসো, কিন্তু ঘেঁষে ঘেঁষে বসো না (Malobika)
Wednesday, September 23, 2020
Topic(s) of this poem: beauty,passion,touch
COMMENTS OF THE POEM
Khairul Ahsan 24 September 2020

Love is a spark that can burn a soul into ashes.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success