হৃদয় নগরীর গোপন সিংহাসনে
একদিন আসীন ছিলে তুমি।
আজ সিংহাসন আছে
তুমি নেই।
জানো?
নারী চলে গেলেও
তার কিছু চিহ্ন রয়ে যায়।
বালিশে মাখা
একমুঠো চুলের গন্ধ।
খাটের প্রান্তে
তার কোমল স্পর্শ।
আর এ বুকে
তার তীক্ষ্ণ একটু আঁচড়।
না গো না
ফিরতে তোমায় বলবো না।
বলতে চাইলেও বলবো না।
কথাগুলো বলছি
কারন
তোমাকে একটু ভাবতে ইচ্ছে করলো।
বলো- কি আর ভাববো?
কি আছে আমার?
তোমার দেওয়া মিষ্টি এই ক্ষত ছাড়া
কি আছে আমার?
© অরুণ মাজী
Painting: RJ
Thursday, February 25, 2021
Topic(s) of this poem: passion,heartache,affinity and love,romance,bangla