মৃত্যুর চৌকাঠে বসে বিঁড়ি ফুঁকে কে? (Malobika...) Poem by Arun Maji

মৃত্যুর চৌকাঠে বসে বিঁড়ি ফুঁকে কে? (Malobika...)

Rating: 5.0

কষ্ট বুকে জেগে আছে ঘুম।
এদিকে ঘড়ির কাঁটায়
ঢং ঢং শব্দে
সুখের বারোটা বাজলো।

মৃত্যুর চৌকাঠে বসে
বিঁড়ি ফুঁকে কে?
কার কপালে জমছে দুঃখের বরফ?
বুকে জমছে
নারী স্পর্শ নামে স্বপ্নের জীবাশ্ম?

কষ্ট বুকে জেগে আছে ঘুম।
এদিকে যৌবনের ভাঙা দরজায়
শ্রীমান দুর্ভাগ্য দুম দুম করে
ডানপিটে ছেলের মতো
দশবার ধাক্কা মেরে গেলো।

মৃত্যুর চৌকাঠে বসে
বিঁড়ি ফুঁকে কে?
কার চোখে ভাসছে ধোঁয়াশা?
স্বপ্নে হাসছে
মালবিকা নামের উচ্ছ্বাসী তামাশা?

কষ্ট বুকে জেগে আছে ঘুম।
এদিকে
জীবনের পরিত্যক্ত বাগানে
উটকো মরণ উলঙ্গ উন্মাদের মতো
ঊনষাটবার উঁকি মেরে গেলো।

দুঃখের দরজায় খিল আঁটে কে?
খোলো। খোলো বলছি......
দেখছো না?
ছোঁড়াটা কেমন মৃত্যুর চৌকাঠে বসে
একমনে বিঁড়ি ফুঁকে যাচ্ছে!
কষ্ট বুকে জেগে আছে-
অমল। ঘুম। ধোঁয়ার কুন্ডলী।
দুঃখ আর নারী স্পর্শহীন এক অনাহুত জীবন।

এদিকে আড়চোখে হেসে হেসে
দুঃখের দরজায় খিল আঁটে কে?

© অরুণ মাজী
Painting: John William Godward

মৃত্যুর চৌকাঠে বসে বিঁড়ি ফুঁকে কে? (Malobika...)
Wednesday, June 13, 2018
Topic(s) of this poem: bangla,bangladesh,heartache,hurt,love,passion,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success