আমাকে পিছু ডেকো না (Malobika) Poem by Arun Maji

আমাকে পিছু ডেকো না (Malobika)

Rating: 5.0

হে প্রেমের পৃথিবী হে ঘৃণার পৃথিবী
আমাকে পিছু ডেকো না।

​​গামছার খুঁটে চানাচুর মুড়ি
পকেটে সেফ্টিপিন​ ছেঁড়া তালপাতার বাঁশি
এ বেশেই ​চলে যাবো আমি
আমাকে পিছু ডেকো ​না।
মা দুর্গার মানতের ​দূর্বা ঘুনসী​ সাথে ​
আজই এখনই যাবো আমি
আমাকে পিছু ডেকো ​না।

ডেকো না ​গো। কেউই তোমরা ​
আমাকে পিছু ডেকো না।

​মাগো, ​পা দুটো বাড়িয়ে দাও​ মা।
শেষ প্রণাম​টা এখনই ঠুকে যাই।
​গামছার খুঁটে বেঁধে দাও আশীর্বাদ তুমি
​তবু আমাকে পিছু ডেকো না।
​কেঁদে কেঁদে ​বলে দাও​ কত ভালোবাসো তুমি ​
​​তবু আমাকে পিছু ডেকো না।

বাবাই শুধু নেই গো মা, আজ বাবাই শুধু নেই
চোখ রাঙিয়ে ​নিষেধ করতে, আজ বাবাই শুধু নেই।
​মাগো, বুক ফেটে চৌচির হলেও
আমাকে পিছু ডেকো না।
দুঃখী ময়রার ​গুড় ​বাতাসা ​পকেটে
আমাকে পিছু ডেকো না।

​ওহে ভাঙা ঘাট​, ​ ​ফাটা বাঁশি-
আমাকে পিছু ডেকো না।
​​ওহে ​পেন্তীর মা​, ​ নগেন মাস্টার​-​ ​
আমাকে পিছু ডেকো না।
তোমা​দে​র সাথে ​আমার সব ​​দেওয়া নেওয়া শেষ
আমাকে পিছু ডেকো না। ​

​যদি ফিরি, ​পরজন্মে পাখি ​বা কিছু একটা হয়ে
আবার যদি এ গাঁয়ে ফিরি
​তখন নতুন কথা হবে;
আজ​- আমাকে পিছু ডেকো না।

​কেঁদো না গো ​চাঁপা রাণী, আর ​তুমি ​কেঁদো না।
আমার হৃদয় পাষাণ আজ
​কারও কথা শুনবো না। ​
​ব্যথা পেয়ে কেঁদে কেঁদে ​
আমাকে পিছু ডেকো না।

হে ​বাংলা
হে আমার ধূলিমাখা ছেঁড়া কালো বাংলা
হে আমার সবুজ সুন্দরী তিলোত্তমা বাংলা
আমাকে পিছু ডেকো না।
কাদামাটি সাজে ​আজ ​যতই আঁকড়ে ধরো
​আমি কারও বাধা শুনবো না।
​মিছি মিছি যন্ত্রণা পেয়ে
আমাকে পিছু ডেকো না।

পা দুটো একবার বাড়িয়ে দাও মা।
তোমার পায়ের মোটা ধূলা ছাড়া
মরণও শান্তি​ পায় না।
এবার তোমার​ পান খাওয়া গালের ​
দুটো ​শেষ ​চুমু ​দাও মা।

হে প্রেমের পৃথিবী হে ঘৃণার পৃথিবী
আমাকে পিছু ডেকো না।
স্বপ্নে ​স্বপ্নে ভুলিয়েছো অনেক ​; ​
আজ ​আর ​ভুলাতে পারবে না।
​হে মায়ার পৃথিবী হে যন্ত্রণার পৃথিবী
আমাকে পিছু ডেকো না।

​​কি জন্য থাকবো​? কার জন্য থাকবো?
​মালবিকা? হুঁ, বয়েই গেলো!
হে স্বপ্নের পৃথিবী​ হে স্বপ্নভঙ্গের পৃথিবী
আমাকে পিছু ডেকো না।

​গামছার খুঁটে চানাচুর মুড়ি
পকেটে সেফ্টিপিন​ ছেঁড়া তালপাতার বাঁশি
এ বেশেই ​চলে যাবো আমি
আমাকে পিছু ডেকো ​না।
মা দুর্গার মানতের ​দূর্বা ঘুনসী​ সাথে ​
আজই এখনই যাবো আমি
আমাকে পিছু ডেকো ​না।

দেখছো না​? ​
তোমাদের সবার​ মন কাঁদছে
কেবল মালবিকার ​মন কাঁদছে না।
​তো ​কি জন্য থাকবো​? ​কার জন্য থাকবো?
​মালবিকার জন্য? হুঁ, বয়েই গেলো। ​

ডেকো না গো​, কেউ তোমরা ​
আমাকে পিছু ডেকো না।

© অরুণ মাজী
Painting by Yigal Ozeri

আমাকে পিছু ডেকো না (Malobika)
Wednesday, March 8, 2017
Topic(s) of this poem: bangabandhu,bangla,bangladesh,heartache,heartbreak,hurt,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success