যৌবনের অভিমান দগ্ধ গোলাপ (Malobika) Poem by Arun Maji

যৌবনের অভিমান দগ্ধ গোলাপ (Malobika)

Rating: 5.0

​​
পরাজয়ের সুউচ্চ শিখরে চড়ে
হে সুন্দর
আজ তোমাকে দেখি
সবুজ শস্যশ্যামলা পৃথিবীকে দেখি।

স্বপ্নের যে সবুজ উদ্যান দেখিনি
সেখানেই ফেলে এসেছি
সুখের যত উল্লাস।
আমার তালপাতার বাঁশি, ভাঙা টিনের বাজনা,
পূর্ণিমা রাতের আলো আলো জ্যোৎস্না।

কেউ কাছে আসে নি
একা একা স্বপ্নের সাথে খেলেছি আমি।
প্রত্যক্ষ করেছি অবিরত
ভাঙা স্বপ্নের আর্তনাদ, প্রত্যাশার পরাজয়,
ঘাম আর রক্তের আরক্ত দুই চক্ষু।

হতাশার সুউচ্চ শিখরে চড়ে
হে সুন্দর
আজ তোমাকে দেখি
নীরব নিঃস্তব্ধ অনন্ত জলরাশি দেখি।

প্রেমের যে পদ্ম জীবনে ফুটেনি
তারই অন্তরে ফেলে এসেছি
যৌবনের যত স্বপ্ন।
আমার ভাঙা কোদাল, ভাঙা বালতি,
অভিমান দগ্ধ গোলাপের চারা।

যৌবনের রক্ত দিয়ে তৈরী আরক্ত গোলাপ
কখনো গ্রহণ কেউ করে নি।
কেবল দিনরাত
বুকে আগলে রেখেছি তাকে।

একদিন যদি কেউ চাই...
যদি কেউ...
একদিন...
ভালোবেসে....
ভালোবেসে না হলেও
নিছক একটু কৌতুক করে।

ধ্বসে পড়া স্বপ্নের উপর
সাতরঙা স্বপ্ন গড়েছি কেবল।
ছিন্ন হৃদয়ের উপর
রামধনুর আল্পনা এঁকেছি কেবল।

কেউ কাছে আসে নি
একা একা স্বপ্নের সাথে খেলেছি আমি।

যৌবনের ধ্বংসস্তুপের সুউচ্চ শিখরে চড়ে
হে সুন্দর
আজ তোমাকে দেখি
গোধূলি বর্ণ মৃত্যু উপত্যকা দেখি।

মৃত্যু উপত্যকা সত্যিই খুব সুন্দর
তাই না মালবিকা?

Painting: JWG

যৌবনের অভিমান দগ্ধ গোলাপ (Malobika)
Tuesday, November 20, 2018
Topic(s) of this poem: dream,heartache,love,memory,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success