মালবিকা অমল আর অসমাপ্ত গল্প (Malobika Amal Aar Osomapto Golpo) Poem by Arun Maji

মালবিকা অমল আর অসমাপ্ত গল্প (Malobika Amal Aar Osomapto Golpo)

Rating: 5.0

তোমাকে একটা গল্প বলবো।
একটু পাশে বসো।
ঘেঁষে ঘেঁষে পাশে বসো।

জানো,
তোমাকে একটা গল্প বলবো।
হাতটা কোলে রাখো।
তোমার নরম নরম হাতটা
কোলে চেপে রাখো।

হ্যাঁ। তোমাকে একটা গল্প বলবো।
আমাকে একটু বুকে চেপে ধরো।
তোমার উঁচু নরম বুকে,
আমাকে জোরে চেপে ধরো।

কি যেন বলছিলাম?
ও হ্যাঁ। তোমাকে একটা গল্প বলবো।
তোমার ঠোঁটটা একটু ছুঁবো?
মাইরি বলছি, জোরে জোরে নয়
কেবল আলতো করে ছুঁবো।
এবার একটা চুমু খাই?
একটা। মাত্র একটা।

কি গল্প শুনবে?
রাজার গল্প, না পাখির গল্প?
এবার আমাকে একটা চুমু দাও।
একটা। আলতো করে একটা।
ধুস! এ তো শুখনো চুমু!
তোমার ভিজে ভিজে ঠোঁটে
চটচটে চুমু দাও।
একটা। মাত্র একটা।

এক গাঁয়ে, এক রাজা ছিলো।
ধুস! এখনই সন্ধ্যে হয়ে গেলো!
চলো, আমরা বরং এবার
শোয়ার ঘরে যাই।

কি যেন বলছিলাম?
ও হ্যাঁ। এক গাঁয়ে এক রাজা ছিলো।
নাঃ নাঃ তুমি শুয়ে থাকো
আর আমি বসে।
এই, বুকে তোমার
কাটাকুটি খেলতে দেবে?
মাইরি বলছি, বেশি বেশি নয়।
এই একটু একটু।

রাজার বয়স অবশ্য খুব বেশি নয়।
এই, গলায় একটা চুমু খাবো?
গলাতে, আর তার একটু নীচে।
মাইরি বলছি, তার চেয়ে বেশি নীচে নয়।

রাজার বয়স আর কত হবে?
এই, তোমাকে জড়িয়ে একটু শুবো?
মাইরি বলছি, শক্ত করে নয়;
ভীষণই আলতো করে।
এক্কেবারে তুলোর মতো আলতো করে।

ধুস! রাজার গল্প ভালো নয়।
তোমাকে কাল বরং
ভালো একটা গল্প বলবো।
এই, আলোটা এবার নিভিয়ে দেবো?

© অরুণ মাজী
Painting: John William Godward

মালবিকা অমল আর অসমাপ্ত গল্প (Malobika Amal Aar Osomapto Golpo)
Monday, October 23, 2017
Topic(s) of this poem: bangla,desire,love,lust,passion,sensual
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success