মালবিকা অমল আর অস্তমিত সূর্য (Malobika, Amal And Sunken Sun) Poem by Arun Maji

মালবিকা অমল আর অস্তমিত সূর্য (Malobika, Amal And Sunken Sun)

Rating: 5.0

মালবিকা, চলে যাবে?
এখুনি চলে যাবে?
একটু থাকো না গো।
বড় ইচ্ছে হয় তুমি থাকো।
দিন দিন বছর বছর থাকো।

যাবে? যাও।
কিন্তু এতো তাড়া কেন?
এতো তাড়া কেন মালবিকা?
চলেই যদি যাবে
শেষ ছোঁয়া
একটু ছুঁয়ে যেতে পারো না?
তোমার টোল ফেলা গালে
একটু হেসে যেতে পারো না?
তোমার কাজল চোখে
একটু ঝিলিক দেখাতে পারো না।
তোমার রাঙা ঠোঁটে
একটা চুমু দিতে পারো না?

কেন যাবে গো?
একটু না গেলে হয় না?
যাবে বলে
একটু থেকে গেলে হয় না?
চলেই যদি যাবে,
তবে আমার জনমের
আগে কেন গেলে না?
তোমাকে দেখার
আগে কেন গেলে না?
তোমাকে ভালোবাসার
আগে কেন গেলে না?

চলে যেতেই তো
এ বুকে এসছো মালবিকা,
চলে যেতেই তো
আমাকে ভালোবেসেছো।

কিন্তু কেন ভালোবাসলে?
কেন পাশে বসে ঘেঁষে ঘেঁষে
বুকে তরঙ্গ তুললে?
কেন ঘুমে এসে
চোখে সুখ-স্বপ্ন আঁকলে?
চলেই যদি যাবে
এ বুকে, কেন প্রেম আঁকলে?

এঁকেছোই যদি
তবে কেন চলে যাবে?
ভালো বেসেছোই যদি
কেন পরিত্যাগ করবে?
এতো প্রেম দিলেই যদি
তা কেন কেড়ে নেবে?

যাবে? যাও।
তবে এ পোড়া বুক
একটু ছুঁয়ে দিয়ে যাও।
তৃষ্ণার্ত ঠোঁটে আমার
শেষ সুখ এঁকে যাও।
আহত অন্তরে আমার
নিরাময় দিয়ে যাও।

যাও গো মালবিকা
তুমি যাও।
আমা বিনা সুখী হবে যদি
তুমি যাও।
অমল বিনা
মালবিকা সুখী হয় যদি
তবে যাও।

দাঁড়াও। একটু দাঁড়াও।
যাওয়ার আগে
হে মালবিকা, একটু দাঁড়াও।
শেষবারের মতো
ছুঁয়ে ছুঁয়ে তোমায়- মেখে নিই আমি
তুমি একটু দাঁড়াও।

© অরুণ মাজী
Painting: Wang Neng

মালবিকা অমল আর অস্তমিত সূর্য (Malobika, Amal And Sunken Sun)
Thursday, December 14, 2017
Topic(s) of this poem: bangla,estrangement,hurt,love,parting,passion,separation
COMMENTS OF THE POEM
Parijat mala 01 May 2018

Jabo boleto ashini

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success