মনের চুলচেরা আলোচনা/Moner Chulchera Alochona...২.... Poem by Rhymer Rhymer

মনের চুলচেরা আলোচনা/Moner Chulchera Alochona...২....

*মনটা ভালো নেই**
২য় পর্ব

মন খারাপ/দূষিত থাকার কারনে কি বরবাদ করছেন/করছি? ?
আমাদের প্রধান ইবাদত নামাজ কি আমরা হুজুরি কাল্বে /একাগ্রচিত্তে পড়তে পারি? পৃথিবীর সকল কাজে মনোযোগ হতে চায় কিন্তু এই নামাজ ই সবথেকে কম মনোযোগে হয়ে থাকে। অমনযোগী কাজের কি মূল্যায়ন আছে? নামাজ হচ্ছে আকিমিছ ছালাতি লি জিক্রি আর আমাদের অন্তরে উদয় হল দুনিয়াবি সকল কথা বা কাজ। তাতে আমাদের আমলটাই বরবাদ হয়ে গেল।

এই কাল্বকে যে পবিত্র করতে হবে আর তা করতে হয় আল্লাহ র জিকির দিয়ে। যে কলব শুদ্ধ আর পবিত্র সেই কলবে আসে তাকওয়া। আর যারা তাকওয়া অবলম্বন করেছে তারাই হেদায়াত প্রাপ্ত। আমরা এলেম শিখছি আর আমল করছি কিন্তু তাতে কি ইখলাছ থাকছে? ইখলাছ ছাড়া ইবাদত কি গ্রহণযোগ্য হবে? শয়তান চায় তার মত ইবাদত করি। ভুরি ভুরি ইবাদত করে বিশাল এক আবেদ আজও সমাজে ভুরি ভুরি কিন্তু নাই ইখলাছ। শয়তান ইখলাছ না থাকার কারনে আবেদ হয়েও চিরভিশপ্ত।

তার কাল্ব/কলব শুদ্ধ ছিল না বিধায় তার মধ্যে বাসা বেঁধে ছিল হিংসা লোভ অহংকার।তাইত এলেম আর আমল থাকার পরও উপকার না পেয়ে পেলো অভিশাপ আর হল ক্ষতিগ্রস্ত। আপনার রাশি রাশি আমল বরবাদ হচ্ছে শুধু মাত্র ইখলাছ না থাকার কারণে। পাত্র ছাড়া যেমন কিছু রাখা যায় না, তেম্নিতর বিশুদ্ধ ও পবিত্র কলব ছাড়া আমলের ছওয়াব জমা হয় না। যা অন্তরে জমা হয়ে মনে প্রভাব ফেলে তা কল্বি এলেম একমাত্র উপকারি এলেম। আখেরাতের জগত কলবের জগত আর পবিত্র কলব না থাকলে দুর্গন্ধে যেমন দূর দূর করে তাড়ায় ফেরেস্তা সকল তেম্নিতর আল্লাহ তার দিকে তাকায় কি করে?

(৩য় পর্ব পড়ুন))

Monday, July 23, 2018
Topic(s) of this poem: heart
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success