কেউ না Poem by Mriganka Sekhar Ganguly

কেউ না

' কেউ না ' হওয়া কঠিন বড়ো জানো?
' কেউ না ' হওয়ার হাজার রকম বারণ ।
চোখের ওপর চোখ যাবে না রাখা,
এড়িয়ে যাব টিপ যদি তার বাঁকা ।
কথায় কোন শাসন থাকবে না -।
দেখা হলে ভীষণই অচেনা
মানুষ সেজে পাশ কাটিয়ে যাবো ।
আমায় তোমার ' কেউ না ' যদি ভাবো
ঝগড়া গুলো উড়ো পাতার মত
তোমার চোখের গভীর পানি হবে ।
আমরা যেমন দুজন থতমত
কেউ না ব'লে বন্ধ কথা কবের
পড়বে এসে সামনে যেমন আসে
অনিচ্ছাতেও বাসা ভালোর পাশে।

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success