স্বপ্নের জগত (My Dream World) Poem by Dipankar Sadhukhan

স্বপ্নের জগত (My Dream World)

Rating: 5.0

এ এক অদ্ভূত পৃথিবী।
এক সময় তোমাকে নিয়ে
সুখে শান্তিতে ঘর বাঁধার
স্বপ্ন দেখেছিলাম এখানে।

তোমার প্রেমের স্পর্শে
এ পৃথিবী মনে হয়েছিল স্বর্গ।
আমার অন্তরে তৈরি হয়েছিল
এক শাশ্বত সুখের জগত।

আশায় বুক বেঁধে চলেছিলাম
অনন্ত শান্তির দিকে একান্ত মনে।
ঠিক তখনই ঘটল
এক বিরাট ছন্দ পতন।

তছনছ হয়ে গেল সব কিছু।
দেখলাম তুমি আর সেই তুমি নও।
দানবের স্পর্শে বিষিয়ে গেছে
তোমার স্নেহময়ী হৃদয়।

বুঝলাম তোমার ও আমার স্বপ্ন
আর এক নয়- সম্পূর্ণ আলাদা।
দুজনে এগিয়ে চললাম
দুটি সম্পূর্ণ বিপরীত মেরুর দিকে।

আমি সম্মুখীন হলাম
প্রচন্ড শক্তিশালী তুফানের।
অনুভব করলাম উল্কার মতো
আমি কি ছিন্ন ভিন্ন হয়ে যাব?

পড়লাম চরম অস্তিত্বের সংকটে।
বুঝলাম এ জগতে কেউ কারো নয়।
কিন্তু আমার স্বপ্নের জগত
আর কারো নয়- এটা শুধু আমারই।

পরম যত্নে, স্নেহে, মমতা ও ভালোবাসায়
আমার স্বপ্নের জগত সম্পূর্ণ অক্ষত।
যেখানে শুধু তুমি আর আমি র'ব
চিরকাল চির সুখে পবিত্র প্রেমের বন্ধনে।

©Dipankar Sadhukhan
Kolkata, India.
24th October,2015.

This is a translation of the poem 286. My Dream World by Dipankar Sadhukhan
Friday, October 14, 2016
Topic(s) of this poem: dream,love,world
POET'S NOTES ABOUT THE POEM
Translated in Bengali (my mother tongue) .
COMMENTS OF THE POEM
Close
Error Success