ঝড়ের বার্তা-My Mother's Poem: 6 Poem by Biswanath Chakrabarti

ঝড়ের বার্তা-My Mother's Poem: 6

Poet: Anjali Chakrabarti
(ঝড়ের বার্তা)

নদীর কূলে একলা বসি, বৃক্ষতলে
বক্ষ ভাসায় অশ্রুজলে
এ কোন্ রমণী?
যাই তবে পুছি গিয়া
জিজ্ঞাসিতে চাহে হিয়া,
কেন কাঁদে কোন বেদনায়?

মাগো, তুমি কার ঘরণী?
পুছিওনা বাছা মোরে,
পতি মোর ভবঘুরে,
রাখে মোরে শিরে ধরে
আর কত কহি তোরে?

যদি কিছু নাহি ভাব
মাগো তবে কহ মোরে-
কাহার জননী তুমি?
কে বা হয় পুত্র তব?

ওরে বাছা, পুত্র মোর বহু আছে,
কিন্তু হায়! আজ তারা নাহি কাছে,
ঘুরিতেছে নানা কাজে,
মাতারে দেখিবে হেন
সময় কি আছে?

চাহি দেখ ঐ পারে
শব বহে ধরে ধরে,
রাখি দিল গঙ্গাতীরে,
এ হেন যন্ত্রণা তারা
দিল মা গঙ্গারে ।

ভয়ে আঁখি মুদিলাম,
এ কী দৃশ্য দেখিলাম?
আঁখি খুলি খুঁজিলাম
মাতা মোর গেল কোথা?

হেনকালে ঘূর্ণিঝড়ে
বার্তা দিল কর্ণোপরে,
যাও বাছা ঘরে ফিরে
মাতা কাঁদিতেছে তোমাতরে ।

জ্ঞানচক্ষু গেল খুলি,
ছুটিলাম সব ভুলি-
কাঁদিলাম বহুক্ষণ মাতৃচরণ ধরি,
মাতা নিল বক্ষে তুলি ।

POET'S NOTES ABOUT THE POEM
মনের চিন্তা ।
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success