কাছে তবু কত দূরে (Near Yet Far) Poem by Arun Maji

কাছে তবু কত দূরে (Near Yet Far)

Rating: 5.0

এতো চুমু দিই তোমায়
তবু চুমু-চুমু লাগে না।
এতো আলিঙ্গন করি তোমায়
আলিঙ্গন মনে হয় না।

শুয়ে তুমি আমার বুকে।
অথচ মনে হয়
তুমি যেন ভিন্ন গ্রহলোকে।
তোমা আমা মাঝে
এ কোন প্রাচীর মালবিকা?

ইচ্ছে হয়
আকণ্ঠ শুষে নিই
তোমার উষ্ণ বুকের অনন্ত অমৃত।
কিন্তু উঁচু সেই দেওয়ালটা?
সে তো আমাকে
তোমার কাছে পৌঁছতে দেয় না!
এতো কাছে!
তবু যেন কত দূরে তুমি!
হাত বাড়ালেই স্পর্শ,
তবুও স্পর্শ হীনতার যন্ত্রণায়
মুমূর্ষু আমার হৃদয়।

তোমা আমা মাঝে
অদৃশ্য দেওয়ালটা কি মালবিকা?
আমার আমিত্ব? দম্ভ?
স্বার্থ? উচ্ছৃঙ্খলতা?

নাও গো সখী বুকে নাও।
আমায় তুমি
ভাসিয়ে নাও, উড়িয়ে নাও।
আমার তুমি
জীবন নাও, মরণ নাও।

তোমার অমৃতই যদি অধরা জীবনে,
আমিত্ব নিয়ে
আমি করবো কি?

© অরুণ মাজী
Painting: Paul Antoine

কাছে তবু কত দূরে (Near Yet Far)
Friday, April 27, 2018
Topic(s) of this poem: couple,far,pride,relationship,relationships
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success