ছুঁতে চাইলেও ছুঁতে কখনো এসো না (On Love) Poem by Arun Maji

ছুঁতে চাইলেও ছুঁতে কখনো এসো না (On Love)

Rating: 5.0

ছুঁতে চাইলেও ছুঁতে কখনো এসো না হে নারী
ছুঁতে চাইলেও ছুঁতে কখনো এসো না।

জানো না
প্রেমের সঙ্গে পঙ্কিল পৃথিবীর
আদায় কাঁচকলা সম্পর্ক?

জীবিকার কাছে মানুষ
জীবন বন্ধক দেয়।
নগ্ন বুকের স্পর্শের কাছে পুরুষ
প্রেমের প্রতিজ্ঞা বন্ধক দেয়।
হীরের নেকলেসের কাছে নারী
প্রেমের পুস্পমাল্য বন্ধক দেয়।
সংস্কারের কাছে মানুষ
প্রেমের পাখনা বন্ধক দেয়।

ছুঁতে চাইলেও ছুঁতে কখনো এসো না হে নারী
ছুঁতে চাইলেও ছুঁতে কখনো এসো না।
জীবনের রুক্ষ মরুভূমিতে
তৃষ্ণার্ত মরবে তুমি।
ভঙ্গুর মানব প্রেমের অবহেলায়
পুড়ে মরবে তুমি।

"মাংসল কোমলতার" বীরত্বের কাছে
পুণঃপুণঃ পরাজিত হবে "হৃদয়"।
মরমে অসহ্য যন্ত্রণা পাবে তুমি।
জ্বলে পুড়ে
রগড়ে রগড়ে মরবে তুমি।

চোখেই ভালোবেসো হে নারী
চোখেই ভালোবেসো তুমি।
হাতের তালুতে আমায় নিও না।
পিচ্ছিল চরিত্র আমার
খসে পড়ে যাবো।

বুকে আমায় ধরো না।
কামনার অগ্নিগর্ভ জাত, কামার্ত মানুষ আমি।
উচ্ছৃঙ্খলতার আগুনে
হৃদয় তোমার ছাই করে দেবো।

নিতম্ব আবেশে মোহগ্রস্ত করো না।
অতৃপ্তির যন্ত্রণায় নিজে পুড়বো,
তোমাকেও পুড়াবো।

স্বপ্নেই থেকো হে নারী
স্বপ্নেই থেকো তুমি।
ছুঁতে চাইলেও ছুঁতে কখনো এসো না।

© অরুণ মাজী
Painting: John William Godward

ছুঁতে চাইলেও ছুঁতে কখনো এসো না (On Love)
Saturday, June 23, 2018
Topic(s) of this poem: bangla,bittersweet love,desire,dream,heartache,love,pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success