একদিন (One Day) Poem by Dipankar Sadhukhan

একদিন (One Day)

Rating: 5.0

একদিন দেখলাম আমি-
আমি আর সেই আমি নেই।
উড়তে উড়তে এসেছি অনেক উঁচুতে।
এভারেস্টকেও দেখেছি অনেক কাছ থেকে।

মেঘেরা উড়েছে আমার সাথে।
মেঘের উপর থেকে দেখেছি আকাশকে।
সূর্যের সোনালী রঙে হয়েছি রঙিন।
দেখেছি সূর্যাস্ত ও গোধূলির পৃথিবীকে।

দেখেছি অমাবস্যার রাত মাঝ আকাশ থেকে।
নক্ষত্ররা চেয়েছিল আমার দিকে।
তারপর মনে হল,
'তবে কি হারিয়ে যাব তারাদের মাঝে? '

কিন্তু বড্ড ভয় হয় শুধু একজনের জন্য।
তিনি আমার মা- বড় আদরের মা।
চাই না কিচ্ছু -চাই শুধু মায়ের সান্নিধ্য।
মায়ের স্নেহ স্বর্গসুখ সম।

©Dipankar Sadhukhan
Kolkata, India.
15th August,2016.

This is a translation of the poem One Day by Dipankar Sadhukhan
Friday, October 14, 2016
Topic(s) of this poem: love,mother
COMMENTS OF THE POEM
Close
Error Success