Passenger Poem by Madhabi Banerjee

Passenger

এটা একটা ষ্টেশন
যাত্রীরা যতটুকু দরকার
ঠিক ততটুকুই তল্পিতল্পা নিয়ে হাজির
এসেই ইতিউতি চেয়ে একটি চেয়ারে বসে পরে
বসেই এক স্বস্তির নিঃশ্বাস ফেলে
ভাবখানা এই চেয়ারটা তারই
এটাকে কোনোদিন ছাড়া যাবে না।
কিন্তু যখন তার জন্য নির্দ্দিষ্ট ট্রেনটি এল
চেয়ারটির দিকে আর ফিরেও তাকালো না
দিল দৌড়
এবার ট্রেনের একটা সিট নিতে হবে।।
ট্রেন ছাড়লে প্রিয়জনেরা রুমাল নাড়িয়ে বিদায় জানাল।
অবুঝ যারা কেউ কেউ চোখের জলও ফেলল
যাত্রীরা তখন বুদ্ধিমানের মতো গতির আনন্দে
হাত নাড়তে নাড়তে অদৃশ্য হয়ে গেল।
যারা ষ্টেশনে এসেছিল বিদায় জানাতে
তারা ফিরে গেল
কিছুটা গোছগাছ তো তাদেরও করতে হবে
কেননা কিছু পরে তাদেরও তো একটা ট্রেন ধরতে হবে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success