এ দেশ Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

এ দেশ

একটুখানি চেয়ে দেখ ভাই
সে যে মস্ত বড় দেশ
ফুলে ফলে ভরা অশেষ
মান হানা-হানি নাই ।

একটুখানি চেয়ে দেখ ভাই
শ্যামল বসন গ্রাম পানে
সেথা গরিব ধনী অসীম মানে
পেয়েছে যে তাঁরা ঠাঁই ।

একটুখানি চেয়ে দেখ ভাই
সেথা তিস্তা তোর্সা বহে
দৈব আশীষ আসে লয়ে
সেথা বংশীবাদক কানাই ।

একটুখানি চেয়ে দেখ ভাই
সেথা যোগীর কৃপা শত
স্বাস্থ্য ও সুস্থতার নাই নানা মত
সেথা আছে মুক্ত বাতাস
সেথা নাই অমুক্ত প্রাণের ত্রাস
আমি গর্বিত তাই!


[Published in his self-published book 'Sobinoy',2018]

এ দেশ
Friday, May 29, 2015
Topic(s) of this poem: poem
POET'S NOTES ABOUT THE POEM
This is a poem about my country, written on her superiority.thank
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success