দর্শনার্থী ।। ক্যারোলিন ফর্শি (Poem By Carolyn Forche) Poem by Rahman Henry

দর্শনার্থী ।। ক্যারোলিন ফর্শি (Poem By Carolyn Forche)


হিস্পানিওলে ফিসফাস করছে সে সময় আর বাকি নেই।
গমক্ষেতে ধনুক চালানো কাস্তের শব্দ,
সালভেদরের কোনও একটা বিষণ্ন কৃষিগান।
বাতাস কারাবন্দি, সতর্ক
যেন ফ্রান্সিকোর হাত, হাঁটতে হাঁটে যে কিনা
স্পর্শ করছে দেয়ালগুলো, এই গান ওর স্ত্রীর নিঃশ্বাস
দেহের কোষে কোষে আছড়ে পরে রোজ রাতে
যখন সে কল্পনা করে ওর হাত স্ত্রী-শরীরে। ছোট্ট একটা দেশ এটা।

এমন কিছু নেই লোকেরা যা একে অপরের জন্য করে না।



* Original:

The Visitor- A Poem by Carolyn Forche

** Bengalized by Rahman Henry

This is a translation of the poem The Visitor by Carolyn Forché
Tuesday, August 9, 2016
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success