প্রভুর শুক্রিয়া আদায় /Provur Shukriya Aday Poem by Rhymer Rhymer

প্রভুর শুক্রিয়া আদায় /Provur Shukriya Aday

১১ লতিফার মধ্যে আখফার অবস্থান হোলও মাথার চাঁদিতে যা শিশু বেলায় নড়াচড়া করতো।
এই লতিফার রঙ সবুজ আর এতে হুজুর সঃ এর কদম মুবারক থেকে ফায়েজ আসবে।
এই ফায়েজের নাম শোকর।
এতে থাকে নাফরমানির পর্দা আর এই পর্দা জলি আর খফি জিকিরের দ্বারা উচ্ছেদ করলেই আসবে সত্যিকার শুক্রিয়া।
আর আপনি হবেন আল্লাহর শাকের বান্দা।
তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আর নাশুক্রিয়া করোনা;
যদি নাশুক্রিয়া করো তবে কঠিন আযাবের জন্য প্রস্তুত থেকো।
কেও কি ইচ্ছা করেই শাকের বান্দা হতে পারে?
কখন নয় এজন্য আখফা লতিফাকে জিকিরের দ্বারা পরিছন্ন করে নিতে হবে।

*আর বান্দা যখন জিকির করে তখন সে সর্বাধিক শুক্রিয়া আদায় করে/ইজা জাকারতানি শাকারতানি
*বান্দা জিকির ছেড়ে দিলেই সে নাশুকর করে আর এটিই বড় কুফরি বা নাফরমানি/ইজা নাসিতানি কাফারতানি
*শুক্রিয়া করলে নিয়ামত বাড়িয়ে দেয়া হয়/লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম
*না শুক্রিয়া করলে(কাফারতানি বলা হয়েছে) কোঠর শাস্তি/ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ
*নিয়ামতের সত্যিকার শুক্রিয়া মানুষের পক্ষে আদায় সম্ভব নয় তাই বলা হয়েছেঃ ইজা জাকারতানি শাকারতানি অর্থাৎ শুক্রিয়ার জন্য জিকির কর আর না করলে বাদ ছেড়ে দিলেঃ ইজা নাসিতানি কাফারতানি অর্থাৎ জিকির ছাড়াই কুফরি বা নাফরমানি।

Friday, January 4, 2019
Topic(s) of this poem: gratitude
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success