শান্তির সাধনায় এসো/ Shantir Shadhonay Eso Poem by Rhymer Rhymer

শান্তির সাধনায় এসো/ Shantir Shadhonay Eso

শান্তি মনের বেপার হলেও
শারীরিক শ্রম লাগবে
শ্রম ছাড়া কিছুই অর্জন হয় না
আর মন তো শরীরের সাথেই লাগানো
শরীরকে অনুগত করেই মনের আনুগত্য
নিষ্ঠার সাথে ধর্ম্য পালন করতে হবে
কষ্ট স্বীকার করে জিকির করতে হবে
জিকির প্রাথমিক পর্যায়ে শব্দ করে
অনবরত জিকিরের ফলে
এই শব্দগুলু দিলে গেথে গিয়ে নুর হয়ে দিলে আর দেহে চমকাতে থাকে
তাই অলিদের দেখতে নুরানি লাগে
এর জিকিরের নুরে দিল আলোকিত হবে
সকল মোহ কেটে যাবে
মন হবে ধীর আর স্থির
যে সকল কামনা বাসনা মঙ্কে উতাল পাতাল করেছিল
সকল দূর হয়ে যাবে
আসবে অনাবিল সচ্ছ ঝক ঝকে জলের স্থিরতা
কাল্বের দৃষ্টি খুলে যাবে
জিকির আর মোরাকাবায়
সকল চাওয়া পাওয়া মিটে যাবে।।

Friday, September 21, 2018
Topic(s) of this poem: peace
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success