সময় মানুষ মহাবিশ্ব (Somoy Manush Mohabishwo) Poem by Arun Maji

সময় মানুষ মহাবিশ্ব (Somoy Manush Mohabishwo)

একটু একটু করে
সময়, সবই নেয় কেড়ে।
কেড়ে নেয় সে
মালবিকার সৌন্দর্য্য, অমলের চোখে।
কেড়ে নেয় সে
অমল-প্রেম, মালবিকার বুকে।

কিছু কি আছে এ মহাবিশ্বে
যার বুকে
সময়- বিষ আঁচড় না কাটে?

দুঃখের দাঁত
ভোঁতা হয়ে যায় সময়ের তীক্ষ্ণ আঁচড়ে।
যন্ত্রণার জয়জয়কার
সেও থেমে যায় সময়ের শূন্য গহবরে।
আনন্দের সংগীত
সেও মরে যায় সময়ের বিষাক্ত কামড়ে।

কে আছে? কি আছে?
যে সইবে সময়ের বিষ আঁচড়?

তিষ্ঠ ক্ষণকাল হে মানব
তিষ্ঠ ক্ষণকাল।
তোমার আঁধারে আবারও উঠবে সূর্য
তোমার দুঃখে আবারও বাজবে বাদ্য।

হায় হায়
সময়ের বিষ দাঁত হতে
কারও পরিত্রাণ নাই।

© অরুণ মাজী
Painting: Eugene De Blaas

সময় মানুষ মহাবিশ্ব (Somoy Manush Mohabishwo)
Saturday, November 18, 2017
Topic(s) of this poem: bangla,mortality,time
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success