সময়ের পদধ্বনি (Somoyer Pododhwoni) Poem by Arun Maji

সময়ের পদধ্বনি (Somoyer Pododhwoni)

Rating: 5.0

শুনছো হে রাজা,
শুনছো কি তুমি
সময়ের পদধ্বনি?

শূণ্যে গড়ে গড় যারা
মিথ্যে স্বপ্ন দিয়ে;
বাতাস তাদের হেসে উড়ায়
ধ্বংস বুকে নিয়ে।

সময় বলে-
"বাছা,
চড়েছিস সিঁড়ি
বড় তাড়াতাড়ি।
আছড়ে পড়বি
আরও তাড়াতাড়ি।

স্বপ্ন যদি মানুষের নয়
কেবল তোর লোভের ফসল।
স্বপ্নহীনতায় স্বপ্ন মরে
কাঁদায়ে মানুষ সকল।"

© অরুণ মাজী
Painting: Jia Liu

সময়ের পদধ্বনি (Somoyer Pododhwoni)
Monday, November 6, 2017
Topic(s) of this poem: bangla,fragility,mortality,time
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success