সন্তান ঘাতক মানুষ (Sontan Ghatok Manush) Poem by Arun Maji

সন্তান ঘাতক মানুষ (Sontan Ghatok Manush)

সব বীজই অঙ্কুরিত হতে চায়।
সব অঙ্কুরই মহীরুহ হয়ে
উন্মুক্ত আকাশে ডানা মেলতে চায়।
তবুও কেউ হয়
কেউ হয় না।

কোন শিশুই পাপিষ্ঠ হয় না।
অথচ বড় হলে
সেই শিশুই পাপিষ্ঠ কুলাঙ্গার হয়ে যায়।
সুগন্ধী বাতাসে
সব কিছুই সুগন্ধী হয়ে যায়।
দুঃষিত বাতাসে
সব কিছুই বিষাক্ত মরণ হয়ে যায়।

আজকের
আকাশ বাতাস মনুষ্য হৃদয়-
সবই তো বিষাক্ত কারখানা!
মানুষ কি জানে
আপন পুত্র প্রপৌত্রের জন্য
পৃথিবীতে
মুঠো মুঠো বিষ মেশায় সে?
মানুষ কি জানে
আপন আত্মজের জন্য
ধরিত্রীর বুকে বিষবৃক্ষ রোপন করে সে?

কাউকে এমন দেখি নি
যার হাতে রক্তের দাগ নেই।
কাউকে এমন দেখি নি
যার নিঃশ্বাসে বিষভান্ড নেই।

ওহে মানুষ,
তুমি কি
আপন পুত্রের হত্যাকারী নও?

© অরুণ মাজী
sorry, I don't know the name of this painter.

সন্তান ঘাতক মানুষ (Sontan Ghatok Manush)
Saturday, October 28, 2017
Topic(s) of this poem: bangla,conflict,poison,war
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success