সত্য বড় তিতা রে ভণ্ড দরবেশ (Sotto Boro Titare Vondo Dorbesh)) Poem by Rhymer Rhymer

সত্য বড় তিতা রে ভণ্ড দরবেশ (Sotto Boro Titare Vondo Dorbesh))

আপনি গুনাহগার কি না তা মাপার যন্ত্র আপনার কাল্ব বা মন।
এটা কি বিশুধ নাকি ভণ্ডতায় ভরা লোক দেখান আলিম আর আমল। আপনার কাল্ব আল্লার আরশ হয়েছে কি বা চেষ্টা করা হচ্ছে
কি বা কার ওয়াজিফা আদায় করছেন
কে আপনাকে ফায়েয দিচ্ছে?
শয়তান যে জিনিষ দেয় তা হল ওয়াস্বাআছা
আর কামেল তথা মক্কামেল অলি দেয় ফায়েয যাকে বলা হয় আধ্যাত্মিক নুরের ধারা।
মুমিনের কাল্বে আল্লাহ আসন গেড়ে বসে থাকেন
আর গুনাহগারের মনে শয়তান বাসা করে ডিম পাড়তে থাকে।
জঙ্গলের ভিতর দিয়ে একটা পশু হেটে গেলে তার পায়ের খুরের গর্তে পানি জমে থাকে।
যখন চাঁদটা আসে তার আলো গিয়ে অই গর্ত ঝিক্মিক করে
তাতে চাঁদ কিন্তু নেমে আসেনি গরতের ভিতরে।
বরং তার নুর এসে পড়েছে অই গর্তে তাই তা ঝিকমিক করছে।
তেম্নিতর তোমার পরিছন্ন মনে আল্লাহ সুভান ওয়া তা'আলার নুর এসে পড়ে
আর কাল্বের ঝলকানিতে তুমি অনেক কিছু খুজে পাবে।
বুঝে নিবে আর নিরব হয়ে শান্ত হয়ে আল্লাহ ওয়ালাদের মত পথ চল্বে...।
কি বিশ্বাস হয় না?
না হলে ফোট...
এতো সহজ উদাহরণ দিলাম...
হাহ হাহ হাআআআআআআআ

Monday, April 2, 2018
Topic(s) of this poem: free mind,freedom of speech
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success