সুলোচনা ২ Poem by Suman Pal

সুলোচনা ২

এই ধূসর পৃথিবীর গোটা আবৃত্তে
তুমি ছাড়া আমরা সবাই মৃত, সুলোচনা
তোমার চোখের ধূসরতা
নদীর ভাঙ্গা ডাঙ্গা তটে নিয়ে যায় আমায়,
সেইখানে আঁকাবাঁকা বালু
ঠিক তোমার চুলের কালো অন্ধকার
বেয়ে বয়ে গেছে
অদূর অনিশ্চিত এক রিক্ত অক্ষ রেখায় ।

সুলোচনা, তোমার ছিন্ন ভিন্ন বুক নিয়ে
তুমি ভাব - দিন যায় দিন চলে যায়,
এগিয়ে এগিয়ে পিছিয়ে চলা
উত্তপ্ত দুপুরের নিস্তব্ধতার মতো গুমোট বধিরতায়।
ঠিক যেনো উল্কাপিণ্ডের মতো আঁধার লেগেছে
দিকে দিকে, মাঠে, ঘাটে শ্বাশানের উন্মুক্ত পটে ।

সুলোচনা, এইখানে দূর্বোধ্য পৃথিবী
অনেক বাঁকে বেঁকে ঠিক
প্রাগৈতিহাসিক বিন্দুতে উপবিষ্ট ।
এইখানে অসহ্য পৃথিবী
প্রতিটি মনে লক্ষ খন্ডে বিভক্ত ।
সুলোচনা, তোমার ভাষাহীন মুখের স্মৃতি
হৃদয়ে হানে আঘাত,
দুমড়ে মুচড়ে ধবংস করে ক্ষুদ্র ক্ষুদ্র বিশ্বাস ।

সুলোচনা, এইখানে কেঁদো নাকো তুমি আর,
এইখানে পৃথিবীর প্রতিটি মানুষ মৃত,
এইখানে প্রতিটি হাহাকার উল্লাসে আহত ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success