স্বপ্ন প্রেম মায়া (Swopno Prem Maya) Poem by Arun Maji

স্বপ্ন প্রেম মায়া (Swopno Prem Maya)

Rating: 5.0

ঘ্রাণ নিলেই সুগন্ধে ভরে যাই
তবু খুঁজি বিশেষ সুগন্ধ আমি।
হৃদয় কাড়া, শস্য শ্যামলা ধরা
তবু দগ্ধ সাহারাসম আমি।

কোথা সে পুষ্প বিশেষ পুষ্প
এলো স্বপ্নে একদিন যে?
চকিতে এসে নিভৃতে বসে
কিছু শুধায়েছিলো সে।

কি বলেছিলাম? কি চেয়েছিলাম?
কিছুই নেইকো মনে।
সে এসেছিলো কেন? হেসেছিলো কেন?
কেন ছুঁয়েছিলো যতনে?

খোঁপা ছিলো চুলে, টোল ছিলো গালে
নাভিতে সোনালী রেখা।
বুকে ছিলো আগুন, চোখে ছিলো ফাগুন
নিতম্বে নদী আঁকা।

বলেছিলো নদী আমি যদি ডুবি
তার উথাল পাতাল স্রোতে।
আছে অমূল্য রত্ন চির প্রেম মগ্ন
তার করুণাঘন বুকে।

মরণ না চেয়েও মরণের বুকে
ঝাঁপিয়েছি সেদিন আমি।
হারায়ে নিজেরে খুঁজি আমারে
কোথায়? কোথায় সেই আমি?

কোথা হে হরিণী স্বপন চারিণী
কোথায় গেলে গো তুমি?
হারায়ে আমারে হারায়ে তোমারে
এখন নিঃস্ব নিঃসঙ্গ আমি।

স্বপ্ন চারিণী ওগো মায়াবিনী
শুধু কি স্বপ্নসুন্দর তুমি?
মরণ না চেয়েও মরণের বুকে
তবে ডুবেছি কেন আমি?

© অরুণ মাজী
Painting: Christiane Vleugel

স্বপ্ন প্রেম মায়া (Swopno Prem Maya)
Friday, January 19, 2018
Topic(s) of this poem: bangla,death,dream,illusion,life,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success