The Cross Poem by Pranabkumar Chattopadhyay

The Cross

A piece of shame was floating in the fragmented sky
The gusts of wind were alternating, so
When he came and hugged the vines
'Foreigner' 'Foreigner' shouted and he screamed
And so tightly joined in each letter
that could not be raised!
He has now taken full possession of the yellow river with firm feet;
And that secret shelf, in which I keep all the sorrows,
How many times what the son wanted to see, my wife,
Friends are also curious people but ugly shapes full of filth
They fled after seeing, the cross was painted one by one!
My character is that of a pained Drains
The disgraced father is shocked
Failed diary covered with disabled letters
Yet it rang soundless with the wonder
as ornated with diamonds,
After cuts off the head is still immaculate

ক্রুশ
এক খণ্ড অপমান মেঘ হয়ে ভাসছিল খণ্ডিত আকাশে
হাওয়ার ঝাপট ছিল উলট -পালট, তাই
সে এসে জড়ালো গা-এ লতারা যখন
‘পরদেশি' ‘পরদেশি' চিৎকার জমালো আর সে চিৎকার
অক্ষরে অক্ষরে এসে এমন সাঁটালো
তাকে ওঠানো গেল না!
সে এখন দৃপ্ত পায়ে হলুদ নদীর সব দখল নিয়েছে;
আর যে গোপন তাক, যার মধ্যে দুঃখ সব জমিয়ে রেখেছি,
কতবার ছেলে যা দেখতে চেয়েছে, চেয়েছে শ্রীময়ী,
বন্ধুরাও কৌতূহলী কিন্তু মলিনতা ভরা কুরূপ আকার
দেখে পালিয়েছে তাঁরা, ক্রুশ এঁকে গেছে সব একে একে একে!
আমার অক্ষর তাই বেদনাবাহিত এক নয়ানজুলির
অপমান জর্জরিত পিতা আহাম্মক
অক্ষম অক্ষরে ঢাকা ব্যর্থ দিনলিপি
তবুও তা অলংকার হিরের চমক নিয়ে বেজে ওঠে শব্দহীন
মুণ্ডহীন ধড় তবু অবনত মাথা নয় কাপট্যে মলিন!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success