বৃষ্টি কে ভেবে দেখো কে সে কি না / Think Over The Rain As An Important Factor Poem by Rhymer Rhymer

বৃষ্টি কে ভেবে দেখো কে সে কি না / Think Over The Rain As An Important Factor

বৃষ্টি কি জেনো
মৃতদের জীবিত করে
এভাবে যার ক্ষমতা আছে
সেই তো বলেঃ
উঠে এসো
দাঁড়াও
বলও কি কি করেছো
কি কি দেখেছ।

মৃত মাতি জীবন্ত
মৃত ঘাস
মরা বীজ
শীতের ঝরে যাওয়া সকল বিজ
বসন্তে জীবনের আগমন
বৃষ্টি তাকে প্রাণ দিয়ে করে পুষ্ট।

বৃষ্টিকে খুব সাধারন ভেবো না
বড় সাংঘাতিক সে
যদি না থেমে আকাশ ফুটো করে নামে
ভেসে যাবে নদ নদি খাল বিল তুমি আমি
বৃষ্টি হত পারে আশীর্বাদ
না হলে হয়ে আসবে গজব

বৃষ্টি কে ভেবে দেখো কে সে কি না / Think Over The Rain As An Important Factor
Sunday, May 13, 2018
Topic(s) of this poem: thinking
POET'S NOTES ABOUT THE POEM
pic from BD News Portal
Heavy rain submerged parts of Chittagong city
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success