রূপকথার রাজত্বে (To A Fairy Land) : Language - Bengali Poem by Malabika Ray Choudhury

রূপকথার রাজত্বে (To A Fairy Land) : Language - Bengali

Rating: 5.0

তোমার চিঠি পড়ে আমি যেন বাতাসে ভেসে যাই,
আমি যেন হলুদবর্ণ পাখী হয়ে যাই।
মনে হয়, আমার দুটো ডানা আছে!
আমি যেন মেঘ হয়ে যাই,
নীল আকাশের গায়ে টুকরো টুকরো সাদা কাশ ফুলের মতো ভেসে বেড়াই।
আমি যেন শ্বেত চন্দ্রমল্লিকা হয়ে যাই, বিভোর নিজের মাধুর্য্যে,
আমি যেন রূপসী অপ্সরা হয়ে যাই,
পথ ভুল করে নেমে এসেছি মর্ত্তে।

তোমার চিঠি আমাকে ভাসায়, আমাকে দোলায়,
আমাকে নিয়ে যায় সেই রূপকথার রাজত্বে,
যেখানে রাজকন্যা ঝিনুকের খোলার ভেতরে মুক্তো খুঁজে পায়,
খুঁজে পায় তার চিরকালের সাথী!
মৎসকন্যা খুঁজে পায় হারিয়ে ফেলা দিনগুলো,
বহূ দিনের অভিশাপ থেকে মুক্তি আসে!

Monday, September 3, 2018
Topic(s) of this poem: love,love and dreams
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success