তোমাকে একটা গল্প বলবো আমি (Tomake Ekta Golpo Bolbo Ami) Poem by Arun Maji

তোমাকে একটা গল্প বলবো আমি (Tomake Ekta Golpo Bolbo Ami)

Rating: 5.0

তোমাকে একটা গল্প বলবো আমি।
কি গল্প বলি বলো তো?

জানো
এক দেশে এক আকাশ ছিলো।
ইয়া বড় বড় গোঁফ তার;
আর ইয়া বড় বড় জুলপি।

নাহঃ এ গল্পটা না।
এটা এক্কেবারে ছোট্টদের।

এক দেশে এক ছারপোকা ছিলো।
তারসাথে একটা তেলাপোকা
আর ছোট্ট একটা বিছানা।

ছাড়পোকাটা ছিলো ভীষণ অলস।
সে কেবল ঘুমোতো
আর ফ্যালফ্যাল করে
তেলাপোকার দিকে তাকিয়ে থাকতো।

তারপর....
তারপর?
ধুস! কিচ্ছু মনে থাকে না
আজকাল কিচ্ছু মনে থাকে না।

আসলে কেই বা আর
আলতু ফালতু গল্প বলতে চায় বলো?
তোমার পাশে পাশে ঘেঁষে ঘেঁষে
একটু বসতে ইচ্ছে করলো;
তাই কল্পিত এই গল্পের বাহানা!

তোমার কাছে কাছে
এতো তো উশখুশ করি, খুশখুশ করি;
কই, কখনো তো ছোঁও নি আমাকে?

© অরুণ মাজী
Painting: Richard Johnson

তোমাকে একটা গল্প বলবো আমি (Tomake Ekta Golpo Bolbo Ami)
Friday, September 8, 2017
Topic(s) of this poem: bangla,desire,love,passion,touch
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success