তোমাকে কেবল একটু ভালোবাসবো (Tomake Kebol Ektu Bhalobasbo) Poem by Arun Maji

তোমাকে কেবল একটু ভালোবাসবো (Tomake Kebol Ektu Bhalobasbo)

তোমাকে কেবল একটু ভালোবাসবো।
​চেয়ে চেয়ে ​বেশি ​দেখবো
দেখে দেখে ​অনেক ছুঁবো।
কিন্তু একটু ভালোবাসবো।

তোমাকে কেবল মাঝে মাঝে ভালোবাসবো।
বেশি বেশি ​কি যেন করবো। ​
​কি যেন কি করতে গিয়ে
​কি একটা করে ফেলবো।
​কিন্তু মাঝে মাঝে ভালোবাসবো।

​বেশি ভালোবাসবো না গো
বেশি ভালোবাসবো না।
তোমাকে কেবল একটু ভালোবাসবো।
রাত আর নিষিদ্ধ ইচ্ছের মাঝে ​যতটুকু ধরে
কেবল ততটুকু ভালোবাসবো।

তোমাকে কেবল কখনো সখনো ভালোবাসবো।
স্বপ্নে ​কিঞ্চিৎ সুড়সুড়ি দেবো
বুকে তোমার কাবাডি​-​হা ডু ডু খেলবো
​নাভিতে খালি গায়ে ঘুড়ি উড়াবো। ​
কিন্তু ​একটু ভালোবাসবো।

​বেশি ​ভালোবাসা ভালো নয় ​গো
​বেশি ​ভালোবাসা ভালো ​নয়। ​​
​বেশি ভালোবাসলে
অম্বল বদহজম ​ধনুষ্টঙ্কার ​​কত কি হয়।

​তাই
তোমাকে একটু ভালোবাসবো। ​
​তবে তোমাকে অনেক অনেক ছুঁবো।
মাইরি বলছি
তোমাকে চোখ আর স্বপ্ন দিয়ে
গোপনে অনেক অনেক ছুঁবো।

তোমাকে ​ছুঁয়ে ছুঁয়ে ​ভালোবাসবো ​
চেয়ে চেয়ে ভালোবাসবো। ​
ছুঁয়ে ছুঁয়ে ​তোমাকে দেখে ​​নেবো
​দেখে দেখে মেখে নেবো
মেখে মেখে ​
তোমাকে এক্কেবারে ​নিঃশেষ করে ফেলবো।

​বেশি ভালোবাসবো না গো
বেশি ভালোবাসবো না।
তোমাকে কেবল একটু ভালোবাসবো।

© অরুণ মাজী
Painting: John William Godward

তোমাকে কেবল একটু ভালোবাসবো (Tomake Kebol Ektu Bhalobasbo)
Wednesday, October 4, 2017
Topic(s) of this poem: bangla,love,passion,sensual
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success