তরিকা কি আর এর দরকারই বা কি? (Torika Ki Ar Er Dorkari Ba Ki?)) Poem by Rhymer Rhymer

তরিকা কি আর এর দরকারই বা কি? (Torika Ki Ar Er Dorkari Ba Ki?))

তরিকা হচ্ছে পথ বা মত
ঐ কলব মন হৃদয় পরিষ্কার করার পথ
ধর্মের পথে চলে ধর্মের মিষ্টতা উপলব্ধি করার বিশেষ নিয়ম নীতি সৎ অর্জন আর অসৎ বর্জন করে সুন্নতের পায়রবী করে আল্লাহর রসুল সঃ এর মত হওয়া
তরিকত সুন্নত মতে চলার নাম
ছিরতে ছুরতে খাল্কানে খুলকানে সকল কাজে আল্লাহ রসুল সঃ তরিকতের আদর্শ
তরিকতের বাইরে যারা তাদের কথা বার্তা পয়গম্বরের ন্যায়
কিন্তু কারযকলাপ ফেরাউনের ন্যায়
আর দিল সমুহ নেকড়ে বাঘের ন্যায়
এমন কিছু দাজ্জাল আলেম রুপে ঘুরছে
আর এমন সব কথা বলবে যা পূর্বসূরিরা কক্ষনো কল্পনাও করে নাই
শরিয়ত আর সুন্নতের বরখেলাপকারীরা ভণ্ড দাগাবাজ আর শয়তানের চেলা
কাজেই শরিয়ত, মা'রেফাত আর হাকিকত একটি মুল দ্বীন তরিকতের পথ চলা মাত্র
কোরআন হাদিস সবি তো আছে তাহলে এর দরকার কি?
মানুষের দুটো দিক পরিছন্ন থাকতে হয়
একটা তার বাইরের দিক অন্যটা মনের বা ভিতরের দিক
বাইরের দিক কোরআন হাদিস পড়ে শুদ্ধ করা যায়
কিন্তু ভিতরগত দিকের পরিছন্নতার জন্য এক বিশেষ পথের সাহায্য নিতে হয় এটাই হচ্ছে তরিকত
এনাটমির বই পড়েই কি কেও ডাক্তার হয়?
এর জন্য আরও আনুষঙ্গিক পুস্তিকাদি পড়ে হাতে কলমে কাজ করে বেশ কয়েক বছর সাধনা করলে তবে ডাক্তার
মুসলমানকে মুমিন তথা কামেল ইন্সান হতে গেলেও সাধনা রিয়াজত মোরাকাবা মোসাহাদা করতে হয়
এই হল তরিকার কাজ!

Sunday, April 1, 2018
Topic(s) of this poem: philosophy
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success