উত্তরণ খন্ড ৪৩ (Trishna) Poem by Arun Maji

উত্তরণ খন্ড ৪৩ (Trishna)

চরম উত্তেজনা চারিদিকে। চরম। কেবল আমার ইউনিটের সৈনিক নয়, সমস্ত আর্মির মধ্যে এক চরম উত্তেজনা। চরম এক ক্রোধ। চরম এক উৎকণ্ঠা।

যুদ্ধ যে একটা বেঁধেছে, তা সকলেই জানতো। কিন্তু তার গতিপ্রকৃতি সম্পর্কে, খুব কম লোকেরই ভালো ধারণা ছিলো। কিন্তু আজ সেই গোপনীয়তা ভেঙে গেলো।

মাত্র দুদিন আগে, আমাদের অফিসার্স মেসে, নতুন করে TV বসানো হয়েছে। সেই টিভিতে খবর শুনলাম এখন। ইন্ডিয়ান এয়ারফোর্স, রাত থেকে ভোর পর্যন্ত, কার্গিল দ্রাস কাক্সার আর মুশকো সেক্টরে, ভয়ঙ্কর বোমাবর্ষণ করেছে।

পাকিস্তান সেনা আর প্যারামিলিটারি ফোর্স, এসব সেক্টরের কিছু দুর্গম এলাকা, জোর করে দখল করেছে। তাদেরকে উৎখাত করতেই, এই অভিযান।

আমার উল্টোদিকে আমাদের CO, কর্ণেল ফার্নান্ডেজ বসে রয়েছেন। খবরটা শুনেই, ওনার দিকে তাকালাম আমি। দেখলাম, খবরটা শুনা মাত্র, ওনার গম্ভীর মুখে হাসি ফুটে উঠলো। হটাৎ উত্তেজিত হয়ে, শূন্যে হাত ছুঁড়ে  উনি বললেন-
'Now party began. We will kill those bloody rats.'

নাহঃ, মেসে বেশি কেউ নেই। প্রায় সব অফিসার, তাদের নিজ নিজ পোস্টে থাকেন। ট্যাক হেডকোর্টারে কেবল- CO,2IC (Second in Command) , এডজুট্যান্ট আর আমি থাকি। COকে উত্তেজিত হতে দেখে, আমরা সবাই প্রায় একসঙ্গে CO-র দিকে তাকালাম।

COকে, আমরা বেশ ঠান্ডা মাথার লোক বলে জানি। কিন্তু এখন যেভাবে উনি উত্তেজিত হয়ে উঠলেন, তাতে বুঝলাম, কি ভয়ঙ্কর চাপা ক্রোধের মধ্যে উনি ছিলেন।

আমাদেরকে তাকাতে দেখে, CO হাসলেন। এরপর বেশ খেদের সুরে বললেন-
'Our bad luck Venki, we have not been called for an offensive attack. I would have loved it.'

2IC
'Me too sir.'

হটাৎই মেসের ফোন বেজে উঠলো। COই ফোনটা উঠালেন। বুঝলাম- ব্রিগেড কমান্ডারের ফোন। কারন- অন্য প্রান্তের ব্যক্তিকে, CO, স্যার বলে সম্বোধন করছেন।

কথা শেষ হতে না হতেই, CO আরও বেশি উত্তেজিত হয়ে উঠলেন। আমাদের দিকে চেয়ে খুব দ্রুত উনি বললেন-
'Folks, we have only 30 minutes to be ready. Venki, you control guns. Ravi, get me all company commanders. Doc, keep your ambulance ready in the helipad. Be ready to move.'

মুহূর্তেই CO আর এডজুটেন্ট, ফোনে ব্যস্ত হয়ে পড়লেন। মেসে কেবল দুটো ফোন লাইন। তাই কোন কথা না বলে, দৌড়ে, নীচে, হেলিপ্যাডে নেমে এলাম আমি।

হেলিপ্যাডের এক কোণে আমার RAP (Rapid Aid Post) . আমার মেডিক্যাল টিমে, একজন হাবিলদার মেডিক্যাল এসিস্ট্যান্ট। একজন নায়েক মেডিক্যাল এসিস্ট্যান্ট। আর এক জন নায়েক ড্রাইভার। এরা সবসময় RAPতেই থাকে।

দৌড়ে, RAPতে ঢুকলাম আমি। আমাকে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে, হাবিলদার কিষেণ আমাকে জিজ্ঞেস করলো-
'ক্যায়া হুয়া সাহাব? কুচ এমার্জেন্সি ক্যায়া? '

শান্ত অথচ বেশ দৃঢ় গলায় আমি বললাম-
এম্বুলেন্স এখুনি তৈরী রাখো।  অক্সিজেন সিলিন্ডার চেক করে রাখো। দু বাক্স ফ্লুইড বোতল, এক বাক্স IV সেট, দু সেট টমাস প্যাক
এম্বুলেন্সে লোড করে রাখো।

'কিউঁ সাহাব? কুচ হুয়া কেয়া? '

এখনো হয় নি। কিন্তু আধঘন্টার মধ্যে ভয়ঙ্কর কিছু একটা শুরু হবে।

'ঠিক হ্যায় সাহাব।'

আমার টিমকে তৈরী হতে বলে, দৌড়ে উপরে উঠে এলাম আমি।
হেলিপ্যাড থেকে ট্যাক হেডকোয়ার্টার টপ, নয় নয় করে প্রায় একশো মিটার উঁচু। এই একশো মিটার আমি, স্প্রিন্টের বেগে চড়লাম।

মেসে, হন্তদন্ত হয়ে ঢুকলাম আমি। দেখলাম, মেসে কেউ নেই। মেস পুরো খালি। বুঝলাম, ওরা সবাই OP পোস্টে গেছেন। মেস থেকে দৌড়ে OP পোস্টে এলাম আমি।

OP পোস্টে পৌঁছতেই, CO আমার দিকে চেয়ে হাসলেন। বললেন-
 'Bloody young blood.'

তারপর উনি 2IC-র দিকে চেয়ে জিজ্ঞেস করলেন-
'Did you see Venki, doc sprinting up hill? '

লেফ্টেন্যান্ট কর্ণেল ভেঙ্কট, আমার দিকে চেয়ে হাসলেন। মৃদু স্বরে উনি বললেন-
'Doc is a bloody monkey. Too quick.'

CO আমার কাঁধে হাত রাখলেন। আমার দিকে চেয়ে উনি বললেন-
'Doc, stay here with us. We will teach you how to fight a war.'

সিগন্যাল প্লাটুনের কতকগুলো ছেলে, খুব দ্রুত, চারটে ফোন লাইন আর সেট ফোন রেডি করলো।

ফোন রেডি হতেই, CO ব্রিগেড কমান্ডারকে ফোন করলেন। 2IC আর্টিলারি ডিটাচমেন্টকে লাইনে নিলেন। আর এডজুটেন্ট, সমস্ত কোম্পানী কমান্ডার আর মর্টার প্লাটুনকে লাইনে নিলেন।

CO, নিজের হাত ঘড়ির দিকে চেয়ে সময় দেখলেন। তারপর এডজুটেন্টের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন-
'Ravi, are the tigers ready.'

মেজর রবি
'Yes sir.'

CO
'Give me the phone.'

CO নিজের ফোন এডজুটেন্টের হাতে ধরিয়ে দিয়ে, এডজুটেন্টের ফোন নিজের হাতে নিলেন। খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় উনি বললেন-
'Listen Tigers,
Firstly, I don't want any casualties.
Get everyone safe under shelters.
If you have any patrol party on road, get them under safe shelter.
We have approx 15 minutes. Go all out. Fire as fast as you can. As heavy as you can.
Any questions? '

 অন্যপ্রান্তে থাকা কোম্পানী কমান্ডাররা কি বললো শুনতে পেলাম না। CO বললেন-
'Now wait for my further order. Jai Hind.'

কথাগুলো শেষ করেই, CO এডজুটেন্টের সাথে ফোন লাইন বদল করলেন। ফোন কানে রেখে, উনি ব্রিগেড কমান্ডারের ইন্সট্রাকশনের অপেক্ষা করতে থাকলেন।

বেশি অপেক্ষা করতে হলো না। ১ মিনিটের মধ্যেই ব্রিগেড কমান্ডার লাইনে এলেন। CO ব্রিগেড কমান্ডারের ঘড়ির সাথে, নিজের ঘড়ির সময় মেলালেন। সময় মিলিয়েই, দ্রুত ফোনটা রেখে দিলেন উনি।

এডজুটেন্ট এবার তার হাতের ফোনটা, COকে ধরিয়ে দিলেন। CO ফোনটা হাতে নিয়েই বললেন-
'Tigers, are you ready? We have 5 minutes to go.'

অন্য প্রান্ত থেকে কি উত্তর এলো তা শুনতে পেলাম না। শুধু দেখলাম- CO, ফোনটা কানে রেখে, ঘড়ির কাঁটার দিকে চেয়ে রইলেন।

চরম এক নৈঃশব্দ। কারও মুখে কোন কথা নয়। আমার শুনতে পাচ্ছি কেবল পরস্পরের নিঃশ্বাসের শব্দ।

আমার নিজের হাত ঘড়ির দিকে চেয়ে রইলাম আমি। মুর্হূর্তকাল পরেই, COর দৃঢ় উচ্চারণ, আমাদের নৈঃশব্দ ভঙ্গ করলো। CO বললেন-
'On my count..... One..., two.... Go.'

COর হুকুমের মাত্র দশ সেকেন্ডের মধ্যে, আকাশ বাতাস ফাটিয়ে সহস্র গর্জন শুরু হলো। চারিদিকে কেবল বজ্রের গর্জন, আর আলোর ঝলক। আর্টিলারি গান, ৮১ মিমি মর্টার, ২ ইঞ্চি মর্টার, LMG, MMG, HMG, AGL সব কিছু একসাথে গর্জে উঠলো।

এতো ভংয়ঙ্কর বিকট বিস্ফোরণের আওয়াজ আগে শুনি নি আমি। এতো মুহূর্মুহু কামানের আওয়াজ কখনো শুনি নি আমি। পুরো কলকাতা শহরের ৩ কোটি লোক, দেওয়ালীর বোমা এক সঙ্গে ফাটালে যেমন ভয়ঙ্কর শব্দ হবে, আজকের এই শব্দের তান্ডব, তারও হাজার গুন বেশি।

আমার বুক কেঁপে উঠলো। হাত পা কেঁপে উঠলো। গলা ধরে এলো। কিছুক্ষণের জন্য বেশ ঘাবড়ে গেলাম আমি। আমাকে ঘাবড়ে যেতে দেখে, CO আমার দিকে চেয়ে হাসলেন।

ওনার হাসিতে যেন একটু সাহস পেলাম আমি। আমিও হাসলাম।

CO এবার উঁকি মেরে দূরে চেয়ে রইলেন। CO-কে দূরে দেখতে দেখে, আমিও আমার বাঁ আর ডান দিকে চেয়ে দেখলাম।  দেখি, আমাদের পাশের ব্যাটালিয়নগুলো থেকেও, ক্রমাগত ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ আসছে।

বুঝলাম, আমাদের ব্রিগেডের চার ব্যাটালিয়ন একসাথে আক্রমণ করেছে। বড্ড কৌতহূল হলো আমার। এডজুটেন্টের দিকে চেয়ে জিজ্ঞেস করলাম-
পুরো ব্রিগেড?

এডজুটেন্ট কোন উত্তর করলেন না। শুধু হাসলেন। CO-ও হাসলেন। বললেন-
'Just not brigade. Our whole Division.'

আমি চমকে উঠলাম। আমাকে চমকে উঠতে দেখে, CO বললেন-
'We will kill those bloody rats.'

© অরুণ মাজী

উত্তরণ খন্ড ৪৩ (Trishna)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success