পবিত্রতা মানে কি? What Is Purification? Poem by Rhymer Rhymer

পবিত্রতা মানে কি? What Is Purification?

সেই সফল কাম হবে, যে নিজেকে পবিত্র করবে== আল্কোরআন
পবিত্রতা মানে কি?
বাহ্যিক পবিত্রতা কম বেশি বেনামাজিও করে
কিন্তু ভিতরের বা মনের পবিত্রতার খবর আছে কি?
থাকলে নামাজি গু/ঘুষ খায় কি করে?
বলাতকার করে কি করে?
হিংসা করে কি করে?
পরিচ্ছন্ন মনে তো নোংরামি থাকার কথা নয়! !
তাই নামাজি দের বেপারে বলা আছে,
তোমরা আত্মপ্রশংসা করোনা, মহান আল্লাহ ই জানেন কে মোত্তাকি === আল্কোরআন
আবার হাদিস কি বলে শুনুন,

এক্সময় আসবে যখন মসজিদে ছালাত্রত মুছুল্লিদের মধ্যে কেওই মুমিন থাকবে না = হা হা হাহ হাআআ
সেই সময় এখন,
মুমিনের গুন আমাদের মধে নেই
অথচ আমারা কপালে দাগ লাগাই!

এর কারণ......।
১।তোমাদের পবিত্রতা অর্জনে সফলতার পথে প্রতিবনধকতা হয়
২। তোমরা বরং প্রারথিব জীবনকে মূল্যায়ন কর অথচ পরলৌকিক জীবন শ্রেষ্ঠ ও স্থায়ী
৩। প্রারথিব জীবন বেশী বেশী করে মনে করলে আল্লাহ ও আখিরাতের প্রতি সত্তিকারের মহব্বত ও ভয় আসে না
৪। যা তোমার হাতে আছে খতম হয়ে যাবে আর যা আমার নিকট আছে তা চিরস্থায়ি ও অফুরন্ত

একথা গুলতে বিশ্বাসী রা মুমিন
সন্সারের প্রতি মায়ামোহ সকল ভুলের উৎস
সন্সার হবে বাম মাছের মত
কাদায় চলে কিনতু গায়ে কাদা লাগায় না।
রোগের মুল উৎস নির্মূল করতে হলে
জুহদ ফিদ দুনিয়া অর্জন করতে হবে।
কেও চেষ্টা করে না
তাই মসজিদে ছালাতরত মুছুল্লিদের মধ্যে কেওই মুমিন নেই
চেষ্টায় কি কেও আছে? ?

Wednesday, April 25, 2018
Topic(s) of this poem: perfection
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success