অস্তিত্ব / Where Is God And Who? Poem by Rhymer Rhymer

অস্তিত্ব / Where Is God And Who?

Rating: 5.0

অস্তিত্ব
কি আল্লাহ আছেন না নাই
থাকলে দেখিনা কেন! !
আল মানে একমাত্র
লাহ মানে অস্তিত্বশীল
আল্লাহ ই একমাত্র অস্তিত্বশীল
বাকি সব ফাঁকি।

রহিম করিম মালেক খালেক
এসব গুনবাচক নাম
আর কোরআনে ৯৯ নামের কথা বলা আছে;
কিন্তু আল্লাহর গুনের ও শেষ
আল্লাহর নামের ও শেষ নাই।

আল্লাহর কোন নাম ই তার পূর্ণত্ব ধারণ করে না;
তিনি নিজেই নিজের প্রমাণ
তিনি নিপাতনেসিদ্ধ
তাঁর কোন ব্যাখ্যা নাই;
সব কিছু বেষ্টন করে আছেন।

আল্লাহর অস্তিত্ব একশিওমেটিক ট্রুথ
তিনি নিজেই নিজের কারণ
তাঁর বড়ত্ব বা ক্ষুদ্রত্ব মানব আকলে ধরবে না
অপরিমেয়।

আলো এক ঘনটায় যায় এক লাখ ৮৬ হাজার মাইল
আলো ২৪ ঘণ্টায় ২৬ কোটি ৭৬ লাখ ৪০ হাজার মাইল যায়
আলো এক বছরে ৯, ৭, ৭৬ কোটি মাইলের কিছু বেশি দূরত্ব চলে
এক আলোক বর্ষ বোধ শক্তির বাইরে
বহু নক্ষত্রের আলো এখনো এসে পৌঁছে নী
তাহলে বেষ্টনকারীর বিরাটত্ব কেমন;

এলেক্ত্রন আর কোয়ার্টজ
এর থেকেও ক্ষুদ্র আছে
তাই বড় আর ছোট
কি ভাবে মাপি গো
"দূর নক্ষত্র পেড়িয়েও অনেক ভূমণ্ডল নাকি আছে...""

মায়ের পেটের শিশু
মায়ের অস্তিত্ব জানাবে কি ভাবে
সে তো যে থলের ভিতর
তার খবর ছাড়া কিছুই বোঝে না
মানুষ কি করে ত্ার রব কে দেখবে
সে তো থলের ভিতরে
সন্তান মায়ের অস্তিত্ব পেটের ভিতর থেকে জানায় কি ভাবে?
কি আল্লাহ নেই?

Tuesday, October 30, 2018
Topic(s) of this poem: existence
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 31 October 2018

nice logic on the existence of Almighty Allah // Good faith in writing

0 0 Reply
Rus Mer 01 November 2018

থাঙ্কস আ লত ফর ভিজিটিং

0 0
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success