রোবটও কি মানুষের মতো ঈশ্বর পূজা করবে? (Would Robot Too Worship God) Poem by Arun Maji

রোবটও কি মানুষের মতো ঈশ্বর পূজা করবে? (Would Robot Too Worship God)

Rating: 5.0

তর্কের খাতিরে ধরো-
রোবট এই পৃথিবীর অধীশ্বর হলো।
আর তারপর
পৃথিবীর সমস্ত জীবকে (উদ্ভিদ বা প্রাণী)মেরে
তারা এই পৃথিবীতে একচ্ছত্র অধিপতি হয়ে বসবাস করতে শুরু করলো।
তখন কি তাদেরও
আমাদের মতো "ঈশ্বর ভাবনা" থাকবে?

ব্যপারটা তবে ভাবা যাক-
১. রোবট যত বুদ্ধি সম্পন্ন হোক না কেন, তার বুদ্ধি কিন্তু সসীম হবে (finite)/ তার বুদ্ধির সীমা থাকবে। অন্যদিকে মানুষের বুদ্ধি কিন্তু অসীম। কেবল অসীম বুদ্ধির মানুষই, অসীম গুনের ঈশ্বর কল্পনা করতে পারবে।

২. রোবটের কি কল্পনা শক্তি আছে? না। প্রোগ্রামিং করে রোবটের মস্তিষ্কে যতটুকু ঢোকানো হয়, ততটুকুই তার মস্তিষ্কে থাকবে। রোবট স্বয়ংক্রিয়ভাবে কোন কিছু কল্পনা করতে পারবে না। রোবট নিজে নিজে, তার গানিতিক হিসেব ক্ষমতা বাড়াতে পারবে, কিন্তু কল্পনা শক্তির জন্ম দিতে পারবে না।

৩. একই কারনে, রোবট স্বপ্ন দেখতেও পারবে না। রোবট কোটি কোটি টাইপের রঙ বা মুভি দেখতে পারবে। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কোন স্বপ্ন দেখতে পারবে না।

৪. "স্ট্রিং থিওরি" আর "কোয়ান্টাম থিওরি"র উপর ভর করে- বিজ্ঞানী আর আধ্যাত্মিক চিন্তাবিদরা পরস্পর খুব কাছাকাছি আসছেন। স্ট্রিং থিওরি অনুযায়ী, এই পৃথিবীর তুমি আমি আকাশ বাতাস সব কিছু ভাইব্রেটিং স্ট্রিং দিয়ে তৈরী। সেই স্ট্রিংগুলো মহাবিশ্বে ভেসে বেড়াচ্ছে। আধ্যাত্মিক চিন্তাবিদরা এটাকে একটু অন্যভাবে বলেন। তারা বলেন, যে টুকরো টুকরো "CONSCIOUSNESS" মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে। আর এই সব অসীম সংখ্যক টুকরো টুকরো "CONSCIOUSNESS" একটা SUPER CONSCIOUSNESS-এর অংশ। তুমি আমি নদী পাহাড় সবাই একটুকরো "CONSCIOUSNESS"

আমার মতো আধ্যাত্মিক চেতনার মানুষরা, এই SUPER CONSCIOUSNESS-কেই ঈশ্বর বলি। বেশিরভাগ মানুষের ঈশ্বরের সঙ্গে, আমার ঈশ্বরের মিল নেই। আমার ঈশ্বর এই SUPER CONSCIOUSNESS.

SUPER CONSCIOUSNESS এর উপর আমি দু বছর পড়াশুনা আর গবেষণা করেছি। আমি এ ব্যাপারে বেশি লিখি না এ জন্য যে, বেশিভাগ মানুষ এই জটিল ব্যাপারের মধ্যে ঘেঁটে যাবে। আমি নিজে যেদিন এর সহজ একটা উত্তর পাবো, সেদিন আমি তোমাদেরকে জানাবো।

৫. রোবটের ইন্টেলিজেন্স থাকবে, কিন্তু তার CONSCIOUSNESS (চেতনা / চেতনা সব সময়ই স্বতঃস্ফূর্ত)থাকবে না।

কাজেই আমার উত্তর হলো- রোবট কখনোই, নিজে নিজে "ঈশ্বরের অস্তিত্ব" আঁকতে পারবে না। তবে মানুষ যদি ঈশ্বরের আলগোরিদম বানিয়ে রোবটের মস্তিষ্কে ঢুকিয়ে দেয়, তাহলে রোবটও সেদিন ঈশ্বর পূজা করবে। হয়তো বা ধর্মোন্মাদদের মতো, নিজেদের মধ্যে খুনোখুনিও করবে।

© অরুণ মাজী

রোবটও কি মানুষের মতো ঈশ্বর পূজা করবে? (Would Robot Too Worship God)
Friday, November 3, 2017
Topic(s) of this poem: awakening,consciousness,god
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success